২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

- ছবি - ইন্টারনেট

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্ত বেড়েছে। আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৬১ জন। মারা গেছে ৩০৭ জন মানুষ।

গতকাল সোমবার আক্রান্ত হয়েছিল ৪৭ হাজার ৭৯৩ জন। মারা গিয়েছিল ৯৫ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫০ লাখ ২৬ হাজার ৪৭৯ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ৩৮ হাজার ৩৪ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার ৮৩২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৭ হাজার ২২ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৪৯৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৯৭৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৩৭২ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৮৫৭ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৮৯১ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭১ হাজার ৪১১ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৩ লাখ ১৯ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৫৫৬ জনের।


আরো সংবাদ



premium cement
এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ‘শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না’ ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায় লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৬

সকল