ইউক্রেনে বিশেষজ্ঞ উপস্থিতি জোরদার করছে জাতিসঙ্ঘ পরমাণু সংস্থা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২৩, ১২:৩৯
জাতিসঙ্ঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলেছে, তারা যুদ্ধরত ইউক্রেনে পরমাণু দুর্ঘটনা প্রতিরোধকল্পে সহায়তার লক্ষে সেখানে তাদের উপস্থিতি জোরদার করছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার আরো বলেছে, চেরনোবিলসহ ইউক্রেনের পাঁচ পরমাণু কেন্দ্রে শিগগিরই তারা তাদের স্থায়ী উপস্থিতি বজায় রাখবে। যদিও চেরনোবিল পরমাণু কেন্দ্রটি ১৯৮৬ সালের দুর্ঘটনার পর থেকে বন্ধ রয়েছে।
সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এই কার্যক্রম পরিচালনায় আগামী সপ্তাহে ইউক্রেন যাচ্ছেন।
গ্রোসি বলেন, ভয়ংকর পরমাণু দুর্ঘটনা এড়ানোর লক্ষে আমাদের অবশ্যই কাজ করে যেতে হবে। কারণ, এ ধরনের দুর্ঘটনা ইউক্রেন ও বাইরের জনগণের জন্যে দুর্ভোগের কারণ হবে।
ইউক্রেন সফরকালে গ্রোসি জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রের চারপাশে সুরক্ষা জোন তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
এদিকে এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রের কাছে রুশ নিয়ন্ত্রিত জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রে কেবল আইএইএ’র স্থায়ী উপস্থিতি রয়েছে।
কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী সংস্থার ১০ থেকে ১২ জন বিশেষজ্ঞ ইউক্রেনে অবস্থান করবেন যেন তারা পরমাণু কেন্দ্রসমূহ পরিদর্শন এবং কারিগরি সহায়তা দিতে পারেন।
সূত্র : বাসস