এনজিওতে নারী কর্মী নিষিদ্ধ : তালেবানের নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ইইউ’র
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২২, ১৩:১৪
আফগানিস্তানে তালেবান এনজিওতে নারীদের কাজ করার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে- শনিবার তার কঠোর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিওতে নারীদের কাজ করার ওপর তালেবানের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা পরিস্থিতি বিচার-বিবেচনা করছি। এ পরিস্থিতি আমাদের সাহায্যের ওপর প্রভাব ফেলবে।
আফগানিস্তানে শনিবার নারীদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান।
এ বিষয়ে সকল এনজিও’র কাছে পাঠানো নোটিশে তালেবান সরকার বেসরকারি সংস্থাসমূহে কাজ করা নারীদের হিজাব না পরার কথা তুলে ধরেছে।
এদিকে মাত্র কয়েদিন আগে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান।
বোরেলে’র নারী মুখপাত্র নাবিলা মাসরালি বলেছেন, আফগান জনগণের কল্যাণ, অধিকার ও স্বাধীনতা নিয়ে আমাদের মূল উদ্বেগ অব্যাহত থাকবে।
তিনি বলেছেন, এনজিওতে কাজ করার ওপর এই নিষেধাজ্ঞা আফগানিস্তানে নারীদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতার ওপর আরেকটি কঠোর সীমাবদ্ধতা এবং মানবিক নীতির লঙ্ঘন।