২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে - ছবি : ইন্টারনেট

বিশ্বে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা বাড়ছে। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বুধবার এ দাবি জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছর বিশ্বে রেকর্ড ৫৩৩ সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। যা গত বছরের চেয়ে ৪৫ জন বেশি।

পরিসংখ্যনে বলা হয়েছে, ২০২১ সালে যেখানে জেলে যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, সেখানে ২০২২ সালের এক মাস বাকি থাকতেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩। জরিপ অনুযায়ী, সাংবাদিকদের গ্রেফতারে এগিয়ে রয়েছে পাঁচটি দেশ।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে জেলে পাঠিয়েছে চীন। দেশটিতে ১১০ সাংবাদিককে জেলে পাঠানো হয়। এরপরই রয়েছে সেনাশাসিত মিয়ানমারের অবস্থান।

মিয়ানমারে চলতি বছর ৬২ জন সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়। সরকারবিরোধী আন্দোলন চলা ইরানে এ বছর ৪৭ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এ ছাড়া ভিয়েতনামে ৩৯ ও বেলারুশে ৩১ সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়।

এদিকে সংবাদ সংগ্রহে গিয়ে নিহত সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে আরএসএফ। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৫৭ জন সাংবাদিক। যাদের মধ্যে আটজন যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের আটজনসহ মোট ১৮ জন সাংবাদিককে বর্তমানে বন্দি করে রেখেছে রাশিয়া।

আরএসএফ জানিয়েছে, সংবাদ সংগ্রহে গিয়ে নারী সাংবাদিকদেরও বিভিন্ন ধরনের হুমকির মধ্যে পড়তে হচ্ছে। এমনকি তাদেরকেও কারাবন্দি করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। ২০২১ সাল থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নারী সাংবাদিকদের কারাবন্দি করার হার বেড়েছে অন্তত ১৮ শতাংশ।

এদিকে জেলে থাকা তিন-চতুর্থাংশ সাংবাদিক এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে বন্দি রয়েছেন। বিশ্বজুড়ে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ব্যাপারে হস্তক্ষেপ করায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।


আরো সংবাদ



premium cement
‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি আবারো হাসনাত আবদুল্লাহর গাড়িতে ট্রাকের ধাক্কা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ উজিরপুরে রিকশা ও ইজিবাইকের ব্যাটারি চুরির হিড়িক ৯ দফা দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশের ডাক চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস

সকল