সন্ধান মিলল যুক্তরাষ্ট্রে হারানো বিমানের, সব আরোহীর মৃত্যুর আশঙ্কা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690771_197.jpg)
যুক্তরাষ্ট্রের আলাস্কায় আকাশে আচমকা হারিয়ে যাওয়া বিমানটির সন্ধান মিলেছে। বিমানটি এক দুর্গম স্থানে বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ১০ আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কোস্ট গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আলাস্কায় মার্কিন কোস্টগার্ড ছোট বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এর আগে বৃহস্পতিবার হঠাৎ মাঝ আকাশে ১০ আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কোস্টগার্ড জানিয়েছে, আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ থেকে ৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সাত জন বিমানের ভেতরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিমানের অবস্থার কারণে বর্তমানে তাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। এই মর্মান্তিক ঘটনার শিকারদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
আবারো বিমান বিপর্যয় যুক্তরাষ্ট্রে। ১০ জনকে নিয়ে আলাস্কার আকাশে আচমকা হারিয়ে গেল বিমান। এখনো তার সন্ধান মেলেনি। বিমানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন বিমান সংস্থা বেরিং এয়ারের সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি আলাস্কার উনালাকলিট শহর থেকে রওনা দিয়েছিল স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৩৭ মিনিটে। বিমানের গন্তব্য ছিল আলাস্কারই নোম শহর।
আলাস্কার জন-নিরাপত্তা বিভাগ জানিয়েছিল, ছোট আকারের ওই বিমানে পাইলটসহ ১০ জন ছিল। বিকেল ৪টার দিকে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। র্যাডারে শেষ সঙ্কেত ধরা পড়েছিল ৩টা ১৬ মিনিটে। তারপর থেকে আর বিমানটির খোঁজ পাওয়া যায়নি।
সূত্র : রয়েটার্স, গার্ডিয়ান