০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া - সংগৃহীত

উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছিল ব্রিকস কূটনৈতিক মঞ্চ। দশম সদস্য দেশ হিসেবে সেই মঞ্চে জায়গা করে নিলো বিশ্বের চতুর্থ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। সোমবার আনুষ্ঠানিকভাবে তারা ব্রিকসের মঞ্চে যোগ দিলো।

২০২৫ সালের ব্রিকস প্রেসিডেন্সির দায়িত্ব পেয়েছে ব্রাজিল। সোমবার তারাই এই ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রাজিলের সরকার ইন্দোনেশিয়াকে ব্রিকসে অভ্যর্থনা জানাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এবং সব চেয়ে অর্থনীতিকে স্বাগত জানানো হচ্ছে এই মঞ্চে। ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতিতে ইন্দোনেশিয়াও বাকি দেশগুলোর সাথে সহযোগিতা করবে।’

২০২৩ সালের আগস্টে ব্রিকসের সম্মেলনে ইন্দোনেশিয়াকে সম্পূর্ণভাবে ব্রিকসে শামিল করার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু ইন্দোনেশিয়া জানায়, স্থায়ী সরকার তৈরি না হওয়া পর্যন্ত তারা এই মঞ্চে যোগ দেবে না। অবশেষে নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার তৈরি হয়েছে সেখানে। তারপরেই ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো তারা।

২০০৯ সালে ব্রিকসের মঞ্চ তৈরি হয়। মঞ্চের প্রধান দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা। ২০২৪ সালে এই মঞ্চে যুক্ত করা হয় ইরান, ইথিওপিয়া, মিসর ও আরব আমিরাতকে। উন্নত বিশ্বের জি-৭ মঞ্চের আদলেই তৈরি করা হয়েছিল গ্লোবাল সাউথের এই মঞ্চ। ইন্দোনেশিয়া যুক্ত করার আগে পর্যন্ত ব্রিকস মঞ্চ বিশ্বের মোট জনসংখ্যার ৪৬ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করত। এবার এই সংখ্যা বাড়ল। গোটা বিশ্বের মোট উৎপাদনের ৩৫ শতাংশ আসে ব্রিকস দেশগুলো থেকে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ফার্মগেটে ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত, গ্রেফতার ১ দীর্ঘ ৬ বছর পর রাবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম, নীতিমালায় থাকছে না পরিবর্তন বাংলাদেশীকে আটকের পর মারধরে করে ছেড়ে দিলো বিএসএফ আ’লীগের জঞ্জাল মুক্ত না করে নির্বাচন জাতি চায় না : মুজিবুর রহমান ড. ইউনূসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব ‘দেশের মাটিতে আর ফ্যসীবাদের উত্থান হতে দেয়া হবে না’ বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ চলছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবো না : রিজভী সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সকল