সিরিয়ার পুনর্গঠনে বিশ্বকে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে হবে : জাতিসঙ্ঘ
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:৪০
জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থার প্রধান প্রেসিডেন্ট অ্যামি পোপ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপকে উদ্ধৃত করে জেনেভা থেকে এএফপি জানায়, শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা, মার্কিন নিষেধাজ্ঞা, অন্যান্য নিষেধাজ্ঞার উল্লেখ করে বলেন, পরিস্থিতি পরিবর্তনের জন্য এসব নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
এদিকে আসাদের দেশত্যাগের পর নজর এখন ক্ষমতা হস্তান্তরের দিকে। এরই মধ্যে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনে প্রক্রিয়া শুরু হয়েছে। মোহাম্মদ আল বশির নামে এক প্রকৌশলীকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে। আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন।
সূত্র : এএফপি