১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জাতিসঙ্ঘের

- ছবি : সংগৃহীত

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর একটি ’অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানিয়ে মঙ্গলবার বলেছে, দেশটির জনগণকে অবশ্যই তাদের ভবিষ্যত নির্ধারণের সুযোগ দিতে হবে।

গত ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ দিনের শাসনের অবসান ঘটায়।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের এক প্রেস বিবৃতিতে বলা হয়, আসাদের মিত্র, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

বিবৃতিতে সিরিয়া এবং এর প্রতিবেশীদেরকে আঞ্চলিক নিরাপত্তাকে ক্ষুণ্ন করতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ’এই রাজনৈতিক প্রক্রিয়ার উচিত সিরিয়ার সব নাগরিদের বৈধ আকাঙ্খা পূরণ করা, তাদের সবাইকে রক্ষা করা এবং তাদের শান্তিপূর্ণ, স্বাধীন এবং গণতান্ত্রিকভাবে নিজেদের ভবিষ্যত নির্ধারণ করতে সহযোগিতা করা উচিত।’

নিরাপত্তা পরিষদের সদস্যরা ’সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং এই নীতিগুলোকে সম্মান করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।’

নিরাপত্তা পরিষদ, সিরিয়া এবং এর প্রতিবেশীদের পারস্পরিকভাবে এমন কোনো পদক্ষেপ বা হস্তক্ষেপ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যা একে অপরের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আসাদ চলে যাওয়ার পরেও সঙ্ঘাত শেষ হয়নি, উত্তরে তুর্কি-সমর্থিত এবং কুর্দি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা তুলে ধরে সিরিয়া বিষয়ক জাতিসঙ্ঘ দূত সতর্ক করার পরপরই এই বিবৃতি এসেছে।

জাতিসঙ্ঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত গেইর পেডারসেন ইসরাইলের জন্য নিরাপত্তা পরিষদে অধিকৃত সিরিয়ার গোলানে সমস্ত বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে নিষেধাজ্ঞার অবসান দেশটিকে সহায়তা করার মূল চাবিকাঠি।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement
রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন শিক্ষার্থীরা আরবি ভাষা শিখলে উন্নয়নে অবদান রাখতে পারবে বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ শিক্ষার্থী গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের ‘বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সকল