আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৩
আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে জাতিসঙ্ঘ। সংস্থাটির সাধারণ পরিষদের এক অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়। গৃহীত সিদ্ধান্তে ইসরাইল ও হামাসের মাঝে বন্দীবিনিময় চুক্তির বিষয়ও স্থান পেয়েছে।
অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৫৮টি যুদ্ধ বন্ধের পক্ষে প্রস্তাব দিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ আরো সাত দেশ এর বিপক্ষে ভোট দেয়। এছাড়া ১৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।
অধিবেশনে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বিষয়েও প্রস্তাব পাশ হয়। সেখানে পক্ষে ১৫৯টি ভোট আর বিপক্ষে ৯৯টি ভোট পড়ে। এছাড়া আরো ১১ জন অনুপস্থিত ছিল।
ইউএনআরডব্লিউএ-এর ব্যাপারে ইসরাইলকে বলা হয়েছে, তারা যেন সংস্থাটির নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকে। পাশাপাশি উভয় পক্ষের মধ্যে যে বিধিমালা রয়েছে, সেগুলোর প্রতিও যত্নশীল হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৮০৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া এক লাখ ছয় হাজার ২৫৭ জন আহত হয়েছে। আহত ও নিহতের অর্ধেকের বেশি শিশু ও নারী।
সূত্র : জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা