২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লেবাননে সংঘাতে ২ শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ

- ছবি : বাসস

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলায় লেবাননে গত দুই মাসে দুই শ’রও বেশি প্রাণ হারিয়েছে। মঙ্গলবার জাতিসঙ্ঘ শিশু তহবিল ইউনিসেফ এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ বিরদ্ধে ইসরাইল বড় ধরনের অভিযান চালানো শুরু করার পর লেবাননে এক বছর ধরে চলা এই অভিযান সর্বাত্মক যুদ্ধে রুপ নিয়েছিল।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস অ্যান্ডার জানিয়েছেন, ‘দুই মাসেরও কম সময়ে লেবাননে ২০০-এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপারে ইসরাইলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতোগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম, তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন।’

মুখপাত্র অবশ্য এ হত্যাকাণ্ডের জন্য কে বা কারা দায়ি সে ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছেন, ‘যারা গণমাধ্যমে খোঁজ খবর রাখেন তাদের কারোরই বিষয়টি অজানা নয়।’

জেমস আরো দাবি করেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিভাগই নারী ও শিশু।

জাতিসঙ্ঘের দেয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬ হাজারেরও বেশি।

এদিকে, যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্বিক সহায়তাসহ চিকিৎসা সেবা, খাদ্য এবং ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানান ওই মুখপাত্র।

জেমস অভিযোগ করেন, গাজার ক্ষেত্রে যেমনটি হয়েছে, ঠিক লেবাননের ক্ষেত্রেও তাই হচ্ছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement