সুদানে আরএসএফ হামলায় জাতিসঙ্ঘ প্রধান ‘ক্ষুব্ধ’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ নভেম্বর ২০২৪, ১১:১৪
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্থেনিও গুতেরেস শুক্রবার সুদানের আল জাজিরা রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স- আরএসএফের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেছেন এবং যুদ্ধ শেষ করার জন্য আবারো আহ্বান জানিয়েছেন।
জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, ‘মহাসচিব বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের হত্যা, আটক বা বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে যৌন সহিংসতা, বাড়িঘর লুটপাট, বাজার লুট করা এবং খামার পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ।’
তিনি বলেন, এই ধরনের কাজ আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে। এই ধরনের গুরুতর লঙ্ঘনের জন্য অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আরএসএফ আল জাজিরাহ রাজ্যের পূর্বাঞ্চল জুড়ে গ্রামগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে। এর ফলে ১২০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা শুক্রবার বলছে, গত সপ্তাহে ১ লাখ ৩৫ হাজার জনেরও বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে, যাদের বেশিভাগই গেদারেফ ও কাসালা রাজ্যে গেছে।
আরএসএফ প্রায় ১৯ মাস ধরে সুদানি সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত। তাদের নেতারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নেন এবং তা একটি ক্ষমতার সংগ্রামে পরিণত হয়, যা জাতিকে বিপর্যয়ের দিকে নিয়েছে।
দুজারিক বলেন, জাতিসঙ্ঘের প্রধান উদ্বিগ্ন যে মানবিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে এবং ‘সুদানে সঙ্কটে থাকা সকল বেসামরিক নাগরিকদের সাহায্য করার জন্য নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা’ নিশ্চিত করতে তিনি সকল পক্ষের প্রতি দাবি জানিয়েছেন।