২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুদানে আরএসএফ হামলায় জাতিসঙ্ঘ প্রধান ‘ক্ষুব্ধ’

সুদানে আরএসএফ হামলায় জাতিসঙ্ঘ প্রধান ‘ক্ষুব্ধ’ - সংগৃহীত

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্থেনিও গুতেরেস শুক্রবার সুদানের আল জাজিরা রাজ্যে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স- আরএসএফের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেছেন এবং যুদ্ধ শেষ করার জন্য আবারো আহ্বান জানিয়েছেন।

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, ‘মহাসচিব বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের হত্যা, আটক বা বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে যৌন সহিংসতা, বাড়িঘর লুটপাট, বাজার লুট করা এবং খামার পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ।’

তিনি বলেন, এই ধরনের কাজ আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে। এই ধরনের গুরুতর লঙ্ঘনের জন্য অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আরএসএফ আল জাজিরাহ রাজ্যের পূর্বাঞ্চল জুড়ে গ্রামগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে। এর ফলে ১২০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা শুক্রবার বলছে, গত সপ্তাহে ১ লাখ ৩৫ হাজার জনেরও বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে, যাদের বেশিভাগই গেদারেফ ও কাসালা রাজ্যে গেছে।

আরএসএফ প্রায় ১৯ মাস ধরে সুদানি সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত। তাদের নেতারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নেন এবং তা একটি ক্ষমতার সংগ্রামে পরিণত হয়, যা জাতিকে বিপর্যয়ের দিকে নিয়েছে।

দুজারিক বলেন, জাতিসঙ্ঘের প্রধান উদ্বিগ্ন যে মানবিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে এবং ‘সুদানে সঙ্কটে থাকা সকল বেসামরিক নাগরিকদের সাহায্য করার জন্য নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা’ নিশ্চিত করতে তিনি সকল পক্ষের প্রতি দাবি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে অগ্নিকাণ্ড : সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি মির্জা ফখরুলের ‘বাংলাদেশী’ সন্দেহে হয়রানির শিকার ভারতের বাংলাভাষীরা সচিবালয়ে আগুনের কারণ এখনো জানা যায়নি : ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিশ বছরে বৈশাখী টেলিভিশন জামায়াতই গণমানুষের কাছে পরিক্ষিত শক্তি : মোহাম্মদ সেলিম উদ্দিন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ১ যুবক নিহত ‘বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত করবে কমিশন’ গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন, জনমনে প্রশ্ন : রিজভী ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪ ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

সকল