১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

- ছবি : নয়া দিগন্ত

রাজধানীর খিলক্ষেত বিশ্ব রোডে সড়ক ‍দুর্ঘটনায় আলফাজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলফাজ ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রাজধানীর মিরপুরে থাকতেন তিনি।

আলফাজের ভাই মাহফুজ হোসেন বলেন, আমার ভাই একটি কোম্পানিতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো। গতরাতে দুর্ঘটনার পর প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে আমরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আলফাজকে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম।


আরো সংবাদ



premium cement