১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৩ জেলায় দেয়াল ধসে ৪ জনের মৃত্যু

৩ জেলায় দেয়াল ধসে ৪ জনের মৃত্যু - প্রতীকী ছবি

তিন জেলায় পৃথক স্থানে দেয়াল ধসে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার (২৭ মে) চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার টেক্সটাইল বেলতলায়, বরিশাল নগরীর রুপাতলী লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এবং কুমিল্লা নগরীর নোয়াগাঁ চৌমুহনি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগরীতে নির্মাণাধীন মাদরাসার দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জের বাবুল মিয়ার ছেলে। তিনি নগরীর তারা গেট এলাকায় একটি কার্টুন প্রস্তুতকারী কারখানায় কর্মরত ছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, সকালে ওই স্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই যুবকের ওপর একটি মাদরাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। এতে তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে বরিশালে বহুতল ভবনের ছাদের দেয়ালের অংশ একটি টিনশেড খাবার হোটেলের উপর ধসে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর হোটেল কর্মচারী সাকিব। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে হোটেল মালিক লোকমান হোসেন এবং হোটেল কর্মচারী মোকছেদুর রহমান রয়েছেন।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, বহুতল ভবনটির ছাদের উপরের দেয়ালের অংশ বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ধসে পাশের টিনশেড খাবার হোটেলের উপর পড়ে। এতে টিনের চালসহ দেয়ালের নিচে চাপা পড়ে ঘুমন্ত হোটেল মালিকসহ দুই কর্মচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সোমবার রুপাতলী লিলি পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরো বলেন, আহত হোটেল কর্মচারী সাকিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, কুমিল্লায় নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল ধসে পাশের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাইফুল ইসলাম নামে এক ছাত্র নিহত হয়েছে।

আজ দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন শিল্পি আক্তার নামে আরেক শিক্ষিকা।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাদিমুল বাহার বলেন, একটি নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল ধসে পার্শ্ববর্তী নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একজন শিক্ষিকাও আহত হয়েছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement