১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
এমভি আব্দুল্লাহ’র নাবিকদের বরণ করে নিতে অধীর অপেক্ষায় স্বজনরা

‘ছেলেকে কখন বুকে জুড়িয়ে নেব, সেই অপেক্ষায় আছি’

এমভি আব্দুল্লাহ’র নাবিকদের বরণ করে নিতে অধীর অপেক্ষায় স্বজনরা - সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করা এমভি আব্দুল্লাহ’র নাবিকরা চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। মঙ্গলবার (১৪ মে) বেলা পৌনে ১২টার দিকে এমভি জাহান মনি-৩ নামে লাইটার জাহাজে করে তারা রওনা দেন।

বিকেল ৪টার দিকে নাবিকদের নিয়ে লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-১ পৌঁছাবে। সেখানে নাবিক পরিবারের স্বজন এবং জাহাজ মালিকপক্ষ তাদের বরণ করে নেবে।

সোমালিয়ার দস্যুদের থেকে মুক্ত হওয়া ছেলে আইনুল হক অভির মা লুৎফা আরা বেগমের যেন আর অপেক্ষা শেষ হচ্ছে না। কখন ছেলে বাসায় আসবে, কখন বুকে জড়িয়ে ধরবেন, সেই সময় গুনছেন তিনি। দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর আজ সন্তানের সাথে দেখা হবে মায়ের।

লুৎফা আরা বেগম বলেন, ‘ছেলেকে কখন বুকে জুড়িয়ে নেব, সেই অপেক্ষায় আছি। তাকে ফিরে পাচ্ছি, এটিই সবচেয়ে বড় পাওয়া। ছেলের প্রিয় খাবার শুঁটকি ভর্তা ও চিংড়ি মাছ রান্না করব।’

এর আগে গতকাল সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় নাবিকসহ কুতুবদিয়ায় পৌঁছে এমভি আব্দুল্লাহ।

জাহাজটিতে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর রয়েছে। সেসব পণ্য খালাস করতে দুই দিন লাগতে পারে বলে জানা গেছে জাহাজ কর্তৃপক্ষ সূত্রে।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি বন্দী করে সোমালিয়ান জলদস্যুরা। পরে ১ মাস বন্দী থাকার পর মুক্তিপণ দিয়ে গত ১৩ এপ্রিল ২৩ নাবিকসহ জাহাজটি মুক্তি পায়।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement