১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬ - প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পারিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) ভোরে ভাসানটেকের ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো: লিটন (৫২), তার স্ত্রী সূর্য বানু (৩০), মেয় লিজা (১৮), লামিয়া (৭), ছেলে সুজন (৯), শাশুড়ি মেহরুন্নেছা (৬৫)।

জানা গেছে, মশার কয়েল ধরতে গিয়ে গ‍্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়। পরে ভোর সোয়া ৫টার দিকে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে মেহরুন্নেসার ৪৭ শতাংশ, সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো: লিটন ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ ও সুজনের ৪৩ শতাংশ পুড়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement