১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নির্মাণাধীন বাড়ি থেকে রড পড়ে মৃত্যু, একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে পরিবারটি এখন অসহায়

মোহাম্মদ হাসান - ছবি : সংগ্রহ

মোহাম্মদ হাসান। শনিবার রাত পৌণে ৮টার দিকে মসজিদে যাচ্ছিলেন শবে কদরের নামাজ পড়ার জন্য। সাত মসজিদ হাউজিং এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে রড পড়ে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিকাদারের অবহেলা, বাড়ির মালিকের সচেতনার অভাবে ঘটা এই দুর্ঘটনার ফলে একটি পরিবার মুহূর্তেই অসহায় হয়ে পড়েছে।

নিহত হাসান ছিলেন বায়োফার্মা লিমিটেড কর্পোরেট হেড অফিসের সাপ্লাই চেইন বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার। বয়স ৪৬ বছর।

বায়োফার্মা লিমিটেডের হেড অব এইচআর ড. গোলাম মাওলা শিমুল জানান, তাদের সহকর্মী হাসানের লাশ এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। পোর্ট মর্টেমের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর ঢাকায় জানাজা হওয়ার পর লাশ চট্টগ্রামের আনোয়ারায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে।

ড. শিমুল জানান, নিহত হাসানের মা, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রয়েছে। বড় ছেলে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট ছেলে ক্লাস টেনে পড়ে। আর মেয়ে পড়ে চতুর্থ শ্রেণীতে।

তিনি বলেন, নিহত হাসানের বাবা বা অন্য কোনো ভাই নেই। তার স্ত্রী গৃহিনী। ফলে পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। যথাযথ আর্থিক ক্ষতিপূরণই অসহায় পরিবারটিকে সাময়িকভাবে হলেও স্বস্তি দিতে পারেন।

ড. শিমুল বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, ঠিকাদারের অবহেলা এবং বাড়ির মালিকের সচেতনার অভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। তাদের ভুলের কারণে একটি পরিবার হঠাৎ করেই অসহায় হয়ে পড়েছে। আর কাউকে যেন এ ধরনের দুর্ভাগ্যের শিকার হতে না হয়, সেজন্য এ ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


আরো সংবাদ



premium cement
প্রশাসনের নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম ক্লাবে কনসার্ট সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান

সকল