০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

সচিবালয়ে আগুন : প্রাথমিক প্রতিবেদন জমা আজ

সচিবালয়ে আগুন - ছবি - ইন্টারনেট

সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ মঙ্গলবার জমা দেয়া হবে।

তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগুনের ঘটনায় একটি হাই পাওয়ার (উচ্চপর্যায়ের) কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেক টিম একসাথে কাজ করছে। সেনাবাহিনী, বুয়েট, পিডব্লিউডি, পুলিশ ও আইসিটি বিভাগের টিম কাজ করছে। আমরা সমন্বিতভাবে কাজ করছি। টিমের কাছ থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা সাপেক্ষে একটি সমাধানে আসার চেষ্টা করছি।

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ইতোমধ্যে কিছু আলামতের ল্যাব টেস্ট করা হয়েছে। সোমবারও কিছু আলামত নেয়া হয়েছে। সেগুলোও টেস্ট করা হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরো এক দিনের সময় চেয়ে নিয়েছি। কেননা কিছু টেস্ট সোমবার রাতে হবে। সেগুলো নিয়ে আমরা আবার বসব। তখন আমরা একটা প্রাথমিক ধারণা পাব।

তিনি আরো বলেন, আমরা আশা করছি, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি সম্ভব হয় এর আগেই দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি। কারণ আমাদের অনেক টিম কাজ করছে। সেগুলো একত্র করে সার-সংক্ষেপ করার জন্য একটু সময় লাগবে। আর কিছু আলামত আছে, যেগুলোর ল্যাব টেস্টের ক্যাপাসিটি আমাদের দেশে নেই। সেগুলো বিদেশে পাঠিয়ে টেস্ট করা হবে।

পূর্ণাঙ্গ প্রতিবেদন কতদিনের মধ্যে দেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু আলামত যাবে। সেগুলো ফেরত আসতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব আমরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবো। পরে এ নিয়ে কথা বলা যাবে।

উল্লেখ্য, বুধবার রাত পৌনে ২টায় সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র পুরোপুরি পুড়ে গেছে।


আরো সংবাদ



premium cement
রাজশাহীসহ ৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩ হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি মুকসুদপুরে থানা থেকে পালাল আসামি নিখোঁজের দু’দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সজীব উদ্ধার চুয়াডাঙ্গায় এক দিনে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি সেলসিয়াস বাবার জীবন বাঁচাতে ৬০ শতাংশ লিভার দিলেন মেয়ে নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলসের দাবানল, মৃত্যু ৫ ভারতে এইচএমপিভির প্রাদুর্ভাব, হিলি-বেনাপোলে নেই সতর্কতামূলক ব্যবস্থা রাজধানীতে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার

সকল