২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সচিবালয়ে আগুনের কারণ এখনো জানা যায়নি : ফায়ার সার্ভিসের মহাপরিচালক

- ছবি : ইউএনবি

বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (এফএসসিডি) মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ জাহেদ কামাল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, আগুন নেভানোর জন্য ১০টি অগ্নিনির্বাপক ইউনিট মোতায়েন করা হয়েছিল এবং দুটি বড় অগ্নিনির্বাপক গাড়িকে ঘটনাস্থলে পৌঁছাতে সচিবালয়ের একটি গেট ভাঙা হয়েছে। আগুনে ৭ নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত চারটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব ফ্লোরে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে।

এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে।

জানা গেছে, মেঝেগুলো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই আগুন নাশকতামূলক কি না তা তদন্তের মাধ্যমে বের করা যাবে।

তিনি বলেন, ‘আগুনের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর একটিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সঠিক পরিস্থিতি শনাক্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement