২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা

- প্রতীকী ছবি

রাজধানীর আদাবর থানা এলাকায় এক পরিবহন মালিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম মো: স্বপন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা উত্তরা তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের মালিক ছিলেন স্বপন। স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছেন। এই বিষয় নিয়ে স্বপনের সাথে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বপন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার তিন মেয়ে রয়েছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি বলেন, আমরা এইমাত্র খবর পেয়েছি। থানা থেকে লোকজন যাচ্ছে ঘটনাস্থলে। লাশ মর্গে আছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement