০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

এশিয়ান ফাইভস হকি : অষ্টম স্থানে বাংলাদেশ মহিলা দল

এশিয়ান ফাইভস হকি : অষ্টম স্থানে বাংলাদেশ মহিলা দল। - ছবি : ইউএনবি

বাংলাদেশ মহিলা হকি দল ১০ দলের মহিলা এশিয়ান হকি ফাইভ-এ-সাইড (৫ সদস্য) বিশ্বকাপ বাছাইপর্বের অষ্টম স্থানে থেকে শোচনীয়ভাবে শেষ করেছে।

সোমবার (২৮ আগস্ট) ওমানের সালালায় তাদের শেষ খেলায় চাইনিজ তাইপেই এর কাছে ৮-৫ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দুই দলের মধ্যে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচটি প্রথমার্ধে ৪-৪ গোলে অপারিজত থাকে উভয় দল।

দিনের লড়াই শেষে চাইনিজ তাইপেই নারীরা বাংলাদেশের আগে কেবলমাত্র সপ্তম স্থানেই শেষ করেনি বরং গত সপ্তাহে গ্রুপ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাদের ৫-১০ গোলের পরাজয়ের মিষ্টি প্রতিশোধও নিয়েছে।

তাদের প্রথম ফাইভ-এ-সাইড আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশের সেরা খেলোয়াড় অর্পিতা পাল চারটি গোল করেন এবং ইরিন আক্তার রিয়া চাইনিজ তাইপের বিপক্ষে একটি গোল করেন।

এর আগে গ্রুপ ম্যাচে চাইনিজ তাইপে’র কাছে ১০-৫ গোলে, ইরানকে ৯-৩ গোলে এবং স্বাগতিক ওমানকে ৯-২ গোলে এবং ইন্দোনেশিয়ার কাছে ৪-৭ গোলে এবং হংকংয়ের কাছে ৭-১০ গোলে পরাজিত হয় বাংলাদেশ।

বাংলাদেশ মহিলা দল : সুমি আক্তার, মুক্তা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা আক্তার মনি, কনা আক্তার, রিয়াসা আক্তার ও ইরিন আক্তার রিয়া।

এদিকে, মঙ্গলবার (২৯ আগস্ট) ওমানের সালালায় ভারতের বিপক্ষে এশিয়ান হকি ফাইভ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের অভিযান শুরু করবে বাংলাদেশ পুরুষ দল।

বাংলাদেশ জাতীয় পুরুষ হকি ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় বাছাই পর্বে অংশ নিতে শনিবার ওমানে পৌঁছেছে।

বাংলাদেশ পুরুষ দল : অসীম গোপ, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সরোয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায়

সকল