২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হকিতে এবার মহিলা লিগ

- ছবি : সংগৃহীত

টিম ইভেন্টে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল, ফুটবল দল, কাবাডি দল এবং হ্যান্ডবল দল বেশ ভালো। এদের সবারই রয়েছে আন্তর্জাতিক আসরের চ্যাম্পিয়ন ট্রফি। দেশের খেলাধুলায় ফুটবল এবং ক্রিকেটের পর হকির অবস্থান। তা পুরুষদের ক্ষেত্রে। মহিলা হকিতে একবারেই পিছিয়ে বাংলাদেশ। বলতে খেলে আতুরঘরেই অবস্থান।

সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে মহিলা হকিতেও ভালো করার টার্গেট ফেডারেশনের। তাই এবার মহিলা হকি লিগ শুরুর উদ্যোগ। ফেডারেশন সেক্রেটারী মুমিনুল হক সাঈদ জানান, ‘আমরা প্রিমিয়ারের সেরা ৫ দল আবাহনী, মোহামেডান, মেরিনার্স, সাধারণ বীমা বাংলাদেশ স্পোর্টিং এবং প্রথম বিভাগ চ্যাম্পিয়ন উষা ক্রীড়া চক্রকে নিয়ে মহিলা হকি লিগ করতে চাই।’

তার মতে, ‘মেয়েরা যখন বড় ক্লাবের জার্সি পরবে তখন তাদের মধ্যে বাড়তি উৎসাহ কাজ করবে। আমি ক্লাবগুলোকে বলেছি, আমার অর্থায়নে লিগ হবে। তারা যেন অংশ নেয়।’

লিগে অংশ নেয়ার মতো পর্যাপ্ত মহিলা খেলোয়াড় আছে বলে তথ্য দেন তিনি। ‘বিকেএসপিতে ৪০ জনের মতো খেলোয়াড় আছে। যুব বাংলাদেশ গেমস থেকেও খেলোয়াড় পাওয়া গেছে। আমাদের কাছে ৭০ জনের মতো খেলোয়াড় আছে। সাথে ভারতের কিছু খেলোয়াড় এনে লিগ করতে চাই।’

সাঈদের আশা- মহিলা হকিতে ঠিকমতো কাজ করা গেলে ছেলেদের তুলনায় মেয়েদের হকিতে দ্রুত সাফল্য আসবে। তিনি জানান, আমাদের ভালো সুযোগ আছে মহিলা হকিতে এশিয়ার সেরা ৩-এ চলে আসার। এশিয়ায় তিনে আসতে পারলে বিশ্ব র‌্যাংকিংয়ে ১৫-এর মধ্যে চলে আসবো। তখন সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে।’

একইসাথে প্রথমবারের মতো তৃতীয় বিভাগ লিগও করার পরিকল্পনা ফেডারেশন সেক্রেটারির।


আরো সংবাদ



premium cement