২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

হকিতে এবার মহিলা লিগ

- ছবি : সংগৃহীত

টিম ইভেন্টে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল, ফুটবল দল, কাবাডি দল এবং হ্যান্ডবল দল বেশ ভালো। এদের সবারই রয়েছে আন্তর্জাতিক আসরের চ্যাম্পিয়ন ট্রফি। দেশের খেলাধুলায় ফুটবল এবং ক্রিকেটের পর হকির অবস্থান। তা পুরুষদের ক্ষেত্রে। মহিলা হকিতে একবারেই পিছিয়ে বাংলাদেশ। বলতে খেলে আতুরঘরেই অবস্থান।

সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে মহিলা হকিতেও ভালো করার টার্গেট ফেডারেশনের। তাই এবার মহিলা হকি লিগ শুরুর উদ্যোগ। ফেডারেশন সেক্রেটারী মুমিনুল হক সাঈদ জানান, ‘আমরা প্রিমিয়ারের সেরা ৫ দল আবাহনী, মোহামেডান, মেরিনার্স, সাধারণ বীমা বাংলাদেশ স্পোর্টিং এবং প্রথম বিভাগ চ্যাম্পিয়ন উষা ক্রীড়া চক্রকে নিয়ে মহিলা হকি লিগ করতে চাই।’

তার মতে, ‘মেয়েরা যখন বড় ক্লাবের জার্সি পরবে তখন তাদের মধ্যে বাড়তি উৎসাহ কাজ করবে। আমি ক্লাবগুলোকে বলেছি, আমার অর্থায়নে লিগ হবে। তারা যেন অংশ নেয়।’

লিগে অংশ নেয়ার মতো পর্যাপ্ত মহিলা খেলোয়াড় আছে বলে তথ্য দেন তিনি। ‘বিকেএসপিতে ৪০ জনের মতো খেলোয়াড় আছে। যুব বাংলাদেশ গেমস থেকেও খেলোয়াড় পাওয়া গেছে। আমাদের কাছে ৭০ জনের মতো খেলোয়াড় আছে। সাথে ভারতের কিছু খেলোয়াড় এনে লিগ করতে চাই।’

সাঈদের আশা- মহিলা হকিতে ঠিকমতো কাজ করা গেলে ছেলেদের তুলনায় মেয়েদের হকিতে দ্রুত সাফল্য আসবে। তিনি জানান, আমাদের ভালো সুযোগ আছে মহিলা হকিতে এশিয়ার সেরা ৩-এ চলে আসার। এশিয়ায় তিনে আসতে পারলে বিশ্ব র‌্যাংকিংয়ে ১৫-এর মধ্যে চলে আসবো। তখন সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে।’

একইসাথে প্রথমবারের মতো তৃতীয় বিভাগ লিগও করার পরিকল্পনা ফেডারেশন সেক্রেটারির।


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

সকল