০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`
এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি

ভারতের বিরুদ্ধে জয় নয়, ভালো খেলার প্রত্যাশা বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে ভালো খেলার প্রত্যাশা বাংলাদেশের - ছবি : সংগৃহীত

এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি ট্রফির মিশনে আগামীকাল বুধবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ধারে ভারে অনেক এগিয়ে ভারত। সেদিক থেকে বাংলাদেশ অনেক দুর্বলই। তাছাড়া ৪০ মাস পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট খেলতে চলেছে বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে জয় কিংবা ড্রও নয়, বাংলাদেশের লক্ষ্য ভালো খেলা উপহার দেয়া।

বাংলাদেশ-ভারত প্রসঙ্গে বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। আমরা মাঠে নামব তাদের বিপক্ষে ভালো খেলা উপহার দিতে। কোচ আমাদের যেভাবে টেকনিক-টেকটিস শিখিয়েছে, আমরা যদি সেগুলো শভভাগ মাঠে দিতে পারি। তাহলে ভালো কিছু সম্ভব।’ ভালো বলতে আসলে কী?

অধিনায়কের ব্যাখ্যা, ‘২-১ কিংবা ৩-১ গোলের ব্যবধানে হার প্রত্যাশা। তাদের বিরুদ্ধে আমরা জিতব, কিংবা ড্র করব, এটা বলা সমীচীন না। সম্প্রতি অলিম্পিকে তারা মেডেল জিতেছে। এমন দলের বিপক্ষে আগে-ভাগে কিছু বলাটা ঠিক নয়।’

বিজয়ের মাসে খেলা। শুরুটা জয় দিয়ে হলে খুবই ভালো। তবে আশরাফুল বললেন ঘুরে ফিরে সেই একই কথা, ‘ভারত অনেক শক্তিশালী দল। আমি আগেই বলেছি ওরা অলিম্পিকে পদক পাওয়া দল। ওদের সাথে আমাদের পার্থক্য কিন্তু স্পষ্ট। র‌্যাংকিংয়েও অনেক এগিয়ে। ওদের সাথে আমরা জিতব আমার এমন মনে হয় না। জেতা সম্ভব বলব না। তবে ভালো একটা খেলা উপহার দেয়া সম্ভব।’

টুর্নামেন্টে ভারত ছাড়াও অংশ নিয়েছে পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান। সব দলই বাংলাদেশের চেয়ে শক্তিশালী। তাহলে বাংলাদেশ কী শুধুই অংশগ্রহণেই সান্ত্বনা পাবে। অধিনায়ক বললেন, ‘শুধু অংশগ্রহণ না। আমরা চাইব নিজেদের সেরাটা উপহার দিতে। তারা ভালো দল বলে যে আমাদের কাছ থেকে সহজে জয় ছিনিয়ে নেবে এমনও না। আমরা চাইব যে কোনো এক-দুইটা টিমকে আপসেট উপহার দিতে।’

টুর্নামেন্টের শুরুর ফিকশ্চারে আমাদের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ ছিল। পরে মালয়েশিয়া না আসায় এখন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এখন নতুন পরিকল্পনা করে মাঠে নামতে হবে। এটা কোনো সমস্যা তৈরি করবে কিনা? তিনি বলেন, ‘না এটা কোনো প্রভাবই ফেলবে না। কারণ আমাদের কোচিং স্টাফ প্রত্যেক দলের গেম সম্পর্কেই ধারণা দিয়েছেন। আমরা এখন মাঠে এসেছি কোরিয়া-ভারতের ম্যাচ দেখতে। এখন থেকেও অনেক কিছু ধারণা পাব। আমাদের কোচ আমাদের যে পরিকল্পনা দিবে; সেভাবেই আমরা মাঠে নামব।’

২০১৮ সালে বাংলাদেশ দল সবশেষ এশিয়ান গেমসে খেলেছে। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। খেলোয়াড়দেরও তেমন আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। এ প্রসঙ্গে হকি দলের কোচ ইমান গোবিনাথান কৃষ্ণমূর্তি বলেন, ‘৪০ মাস বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। অন্য দলগুলো কিন্তু ম্যাচের মধ্যে আছে। আমাদের কাছে আর কি প্রত্যশা আপনারা করবেন। যে দলগুলো খেলতে এসেছে তারা কিন্তু র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে। একটা কথাই আমি দিতে পারি যে ছেলেরা শতভাগ দিয়ে মাঠে খেলবে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে। এর বাইরে আমি আর কিছুই বলতে পারছি না।’

ভারত ম্যাচে লক্ষ্য কী? তিনি বলেন, ‘ভারত বিশ্ব র‌্যাংকিংয়ে ৩ নম্বরে রয়েছে। তারা টেকনিক্যালি-টেকটিক্যালি দুই দিক থেকেই সেরা। কোভিডেও মধ্যেও তাদের খেলা কিন্তু বন্ধ ছিল না। তারা অলিম্পিকেও তিন নম্বর হয়েছে। পদক জিতেছে। ভারতের বিপক্ষে আমরা শুধু নিজেদের সেরাটা চেষ্টা করব।’


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল