০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

পাকিস্তানের কাছে ১-৩ গোলে হেরেছে বাংলাদেশ

পাকিস্তানের কাছে ১-৩ গোলে হেরেছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টকে সামনে রেখে আজ প্রস্তুতি ম্যাচে সফরকারী পাকিস্তানের কাছে ১-৩ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। মওলানা ভাসানি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তিন গোল হজম করে পাকিস্তানের কাছ থেকে।

স্বাগতিক দলের হয়ে একমাত্র গোলটি করেছেন রকিবুল হাসান। পাকিস্তানের হয়ে গোল করেছেন যথাক্রমে আবু বকর, রানা ওয়াহিদ ও মুবাশির আলী।

খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন,‘ স্বল্প সময়ের মধ্যে কোচ আমাদের দলটা প্রস্তুত করেছেন। এই প্রতিযোগিতায় হারানোর কিছু নেই। তবে অনেককিছু অর্জনের সুযোগ রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে উপরে। তাই শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা জিতব বা ড্র করব বলাটা বাস্তবসম্মত হবেনা। আমরা ম্যাচগুলোতে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন,‘ম্যাচ বাই ম্যাচ আমরা এগিয়ে যেতে চাই। প্রতিদিনই প্রতিপক্ষ দলগুলোর ভিডিও ফুটেজ দেখছি। এর আলোকে কোচ পরিকল্পনা সাজাচ্ছেন। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। এখানে বিশ্বমানের দল ও খেলোয়াড়রা এসেছেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি।’

বাংলাদেশ দলের প্রধান কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তি বলেন,‘আমি মাত্র ১০ দিন কাজ করেছি। ১৪ মাস দল কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলেনি। এখানে যে দলগুলো এসেছে তারা আমাদের চেয়ে অনেক বেশী এগিয়ে আছে। তাই আমাদের কাজটা বেশ কঠিন। তবে এটি নিশ্চিত আমাদের দল ও খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিবে।’

স্বাগতিক কোচ আরো বলেন,‘এই প্রতিযোগিতায় আমাদের সামনে অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। আমি দলে কিছু নবীন খেলোয়াড় রেখেছি। ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই তাদের দলে রাখা হয়েছে। কারণ আগামি বছর বেশকিছু প্রতিযোগিতা রয়েছে। আসরগুলোর জন্য নতুনরা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আশা করছি, এ প্রতিযোগিতা দিয়ে নতুনরা বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবে।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement