যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের সময় কানাডার হকি দর্শকদের দুয়োধ্বনি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
কানাডার অটোয়াতে ন্যাশনাল হকি লীগে যুক্তরাষ্ট্রের একটি আইস হকি দলের খেলায় যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুয়োধ্বনি দিয়েছেন সেখানকার হকি সমর্থকরা।
এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
রোববার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের খেলার সময়ও একই ঘটনা ঘটেছে। টরেন্টো র্যাপটরস ও লস অ্যাঞ্জেলস ক্লিপার্স মধ্যকার ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতের পুরোটা সময় ধরেই দুয়োধ্বনি দিয়েছেন দর্শকরা।
এসব খেলায় সাধারণত দর্শকরা খুবই সম্মানজনক আচরণ করে। সেই দর্শকদের দিক থেকে এমন প্রতিক্রিয়া ট্রাম্পের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে পরিষ্কারভাবেই কানাডার মানুষের গভীর অসন্তুষ্টির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের শুল্ক আরোপের কারণে উত্তর আমেরিকাজুড়ে নজিরবিহীন বাণিজ্য যুদ্ধের হুমকি তৈরি হয়েছে।
ট্রাম্প সব ধরনের কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা মঙ্গলবার থেকেই কার্যকর হওয়ার কথা। এর আগে ট্রাম্প কানাডাকে আমেরিকাকে ৫১তম রাজ্য হিসেবে যুক্ত করার কথা বলেছিলেন।
অর্থনীতিবিদদের অনেকে মনে করেন, শুল্ক আরোপের কারণে গ্যাস থেকে শুরু করে গ্রোসারি- আমেরিকানদের দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যাবে। কানাডা যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদার।
এমন পরিস্থিতি কয়েক মাস চলতে থাকলে দেশটি অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে এবং দেশটির রাজনৈতিক নেতারা একযোগে এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার সন্ধ্যার ভাষণে বলছিলেন, ‘আমাদের অনেকেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের সামনে কঠিন সময়! সবাই পরস্পরের সাথে থাকুন।’
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা