১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

হকি খেলোয়াড়দের পুরস্কার বাড়লো

- ছবি : সংগৃহীত

গত বছর ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি। এই আসরে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ পুরুষ দল। যদিও মহিলা দল শ্রীলংকার বিপক্ষে জয় ছাড়া তেমন কিছুই করতে পারেনি। সামিন, রকিদের ওমান থেকে দেশে ফেরার সাথে সাথেই হকি ফেডারেশনের উদ্যোগে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হয়েছিল। তবে এই অর্থ ছিল বেশ কম। কারণ একেক জন খেলোয়াড়ের ভাগে পড়েছিল ২৪ হাজার টাকা করে।

তবে গতকাল পুরুষ দলের সাথে নারী দলকেও সংর্ধ্বনা দেয় হকি ফেডারেশন। বিমানবাহিনীর ঘাঁটি কুর্মিটোলাতে এই সংর্ধ্বনা অনুষ্ঠানে পুরুষ হকি দলের প্রত্যেক সদস্যকে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে। সাথে ছিল ক্রেস্ট। অবশ্য নারী দলকে শুধুই ক্রেস্ট দেয়া হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংর্ধ্বনা অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান, ‘অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপের আগে ৫ থেকে ৬ মাস প্রশিক্ষন দেয়া হবে।’ তার বিশ্বাস হকি দলের এই ক্যাম্পের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসবেন। একই সাথে আগে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান।

এই অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আমন্ত্রণ জানানো হলেও তাবিথ বিদেশে অবস্থান করায় যেতে পারেননি। ফারুক অবশ্য কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দেননি। হকি দলকে এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ২০ লাখ টাকা দিয়েছিল।

হকি দলের অধিনায়ক মেহবার হাসান সামিন এখনই ক্যাম্প শুরুর উপর জোর দিয়ে বলেন, আমাদের ইউরোপীয় দলের বিপক্ষে যেন ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়। কোচ মওদুদুর রহমান শুভ’র মতে এই অনুষ্ঠান খেলোয়াড়দের আরো উজ্জীবিত করবে।


আরো সংবাদ



premium cement