০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

বছরটা দারুণ কাটলো সামিনের

এম এম মেবরাহ হাসান সামিন - ছবি : সংগৃহীত

বাংলাদেশের হকির দীর্ঘ প্রতীক্ষার অবসান এই ২০২৪ সালে। বহু চেষ্টার পর এই প্রথম অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা। আর সেই কাজটি হয়েছে এম এম মেবরাহ হাসান সামিনের নেতৃত্বে। এই ডিফেন্ডারের চলতি বছরটা শেষ হলো দারুণভাবেই। যেখানেই খেলেছেন পেয়েছেন সাফল্য। প্রিমিয়ারে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সদস্য ছিলেন। আবাহনী অবশ্য মেরিনার ইয়াংসের সাথে যৌথ চ্যাম্পিয়ন হয়। এরপর জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনুর্ধ্ব-২১ এএইচএফ কাপ হকিতে তার অধিনায়কত্বেই লাল-সবুজ স্টিকধারীদের শিরোপা জয়।

পরবর্তীতে ওমানের মাঠ থেকে বিশ্বকাপের ছাড়পত্র আনার পর আজ বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন সামিনের দল বিমানবাহিনী। তাই ম্যাচ শেষে গর্বিত চিত্তেরই সামিন জানান, ‘২০২৪ সালটা আমার দারুন কাটল। সব খানেই সাফল্য। বিজয় দিবস হকির ফাইনালের আগে সতীর্থদের বলেছি তোমরা সবাই যদি চেষ্টা করো তাহলে আমরা এই আসরে চ্যাম্পিয়ন হতে পারবো। এতে বছরটা দারুন যাবে আমার। শেষ পর্যন্ত সবাই মিলে দলকে শিরোপা পাইয়ে দিয়েছে।’

বিকেএসপির সাবেক সামিন ছাত্র খুলনার ছেলে। এখন লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খেলেন ডিফেন্সে। সাধারণত: এই পজিশনের স্টিকধারীরা পেনাল্টি কর্নার থেকে গোল করেন। কিন্তু সামিনের সব স্কোরই ফিল্ড গোলে। আজ ফাইনালেও তার গোল ছিল।

জানান,‘আমি দলের প্রয়োজনে মাঝে মধ্যে ওভারল্যাপ করে উপরে উঠি। তখন গোল পায়। ফাইনালেও সেভাবে গোল পেয়েছি।’ বিজয় দিবস ছাড়া এবারের প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে ৩ গোল আসে তার স্টিক থেকে। বিমানবাহিনীর পক্ষে চুক্তিতে এই বিজয় দিবস হকিতে খেলেন সামিন। জানান, ‘আসলেই আমি খুব ভাগ্যবান। বছরে একের পর এক সাফল্য পেলাম। সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন, ওমানে বিশ্বকাপের ছাড়পত্র পাওয়া। আর এবার বিমানবাহিনী ট্রফি হাতে নিয়ে উল্লাস করছে।’

ঢাকার হকিতে সামিনের উপস্থিতি আরে আগে। আবাহনীতেই টানা দু’ বছর। এর আগে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্সে খেলেছেন। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যাওয়ার মিশনে গ্রুপের ম্যাচে তিনি ম্যাচ সেরা হয়েছিলেন চীনের বিপক্ষে। এখন তার দাবি হকি ফেডারেশন যাতে বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয়। সাথে ইউরোপীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করে। সে সাথে স্পন্সর প্রতিষ্ঠান এবং অন্যদের কাছে অনুর্ধ্ব-২১ দলের অধিনায়কের দাবী, সবাই যেন হকি খেলোয়াড়দের পাশে দাঁড়ায়। তার মতে, ফুটবল ও ক্রিকেটে অনেক টাকা। কিন্তু হকিতে খেলাও নেই, টাকাও নেই। আমাদের যদি সেভাবে সার্পোট দেয়া হয় তাহলে আমরা আরো ভালো করার চেষ্টা করব।

এশিয়া কাপের চেয়েও বড় আসর বিশ্বকাপ। সেখানে ইউরোপ এবং ল্যাতিন আমেরিকার শক্তিশালী দল গুলো আসবে। তবে সামিনের লক্ষ্য বিশ্বকাপের সেমিতে খেলা। তার মতে, এশিয়া কাপে আমরা মালয়েশিয়া ও চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো করেছি। এই দু’ দলই বিশ্বকাপে খেলা দল। তাদের সাথে পারলে বিশ্বকাপে কেন পারব না। এ জন্য প্রস্তুতিটা ভালো হতে হবে।
২০১৮ সালেও চ্যাম্পিয়নের স্বাদ পান সামিন। তখন বিকেএসপিতে হওয়া আন্তর্জাতিক হকিতে ভারত ও শ্রীলংকার দলকে হারিয়ে শিরোপা জেতে বিকেএসপি।


আরো সংবাদ



premium cement
মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি : ডা: শাহাদাত হোসেন গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত : এইচআরডব্লিউ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা সরকারের সাথে নির্বাচন নিয়ে কমিশনের আলোচনা কেন নয় শাওনের পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি সংস্কারে প্রয়োজন দেশপ্রেম ও সততা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে : ইসি সানাউল্লাহ বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা

সকল