২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিজয় দিবস হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল

বিজয় দিবস হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং প্যারাগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট।

আগামীকাল সোমবার দুপুর ২টার দিকে উদ্বোধনী ম্যাচে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ নৌ বাহিনী।

টুর্নামেন্ট উপলক্ষ্যে স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান। এটি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম টুর্নামেন্ট।

এ বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, আমরা ভবিষ্যতে কোনো বিরতি ছাড়াই হকি চালাতে চাই। এজন্য এটি আমদের প্রথম পদক্ষেপ।

লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান আরো বলেন, প্রাক্তন জাতীয় ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ দলটি গঠিত হয়েছে। একটি দল হিসেবে টুর্নামেন্ট অংশগ্রহণের জন্য অনুরোধ জানানোর প্রেক্ষিতে তাদের খেলার অনুমতি দিয়েছে হকি ফেডারেশন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফেডারেশন। যেহেতু ক্লাবগুলো প্রস্তুতির অভাবে এ টুর্নামেন্ট খেলতে পারছে না তাই এর মাধ্যমে খেলোয়াড়রা মাঠে ফিরবে। আটদিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

টুর্নামেন্টে ছয়টি দল দু’গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। দলগুলো হলো

গ্রুপ ‘এ’ বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি।

গ্রুপ ‘বি’ বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ।


আরো সংবাদ



premium cement