০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

হাসপাতালের বহির্বিভাগে সীমিত পরিসরে সেবা চালু মঙ্গলবার থেকে

মঙ্গলবার থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা চালুর ঘোষণা চিকিৎসকদের - ছবি : বিবিসি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তাদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিতের পর বহির্বিভাগ সেবাও চালুর সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এসময় তারা জানান, মঙ্গলবার থেকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত পরিসরে বহির্বিভাগ চালু থাকবে। এছাড়া ইনডোর সেবা, রুটিনওয়ার্ক পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সীমিত পরিসরে চালুরও ঘোষণা দেন তারা।

এর আগে হামলার প্রতিবাদে রোববার দুপুরে সারাদেশের হাসপাতালগুলোতে অর্নিদিষ্টকালের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। পরে রোববার সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকের শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালুর ঘোষণা দেয়া হয়।

সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা: আব্দুল আহাদ বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা মেডিক্যাল, মুগদা মেডিক্যাল ও ঢাকা ডেন্টাল কলেজ এই প্রতিষ্ঠানগুলোর ইমার্জেন্সিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যে কারণে রোববার সন্ধ্যা থেকে সারাদেশের ইমার্জেন্সি সার্ভিস চালু করা হয়েছে।’

তিনি জানান, এখন পর্যন্ত চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

যদি অতি দ্রুত সব হাসাপতালে নিরাপত্তা জোরদার না করা হয় তাহলে আবারো হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন চিকিৎসকরা।

সংবাদ সম্মেলনে, হামলায় জড়িত সবাইকে গ্রেফতার ও অতি দ্রুত ডাক্তার ও রোগীদের কল্যাণ নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়নের দাবি জানান হয়।

ডা: আহাদ জানান, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে সীমিত পরিসরে সেবা দেয়া হবে। তবে রোগীদের স্বার্থে প্রাইভেট চেম্বারের সেবা চালু রাখবেন চিকিৎসকরা।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু দূতাবাসের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনে কী আছে? পাবনায় আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩ আবারো সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন

সকল