মাঙ্কি পক্সের কারণে ফের লকডাউন!
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ আগস্ট ২০২৪, ০৬:৩২
রিপাবলিক অফ কঙ্গো এবং আফ্রিকা মহাদেশের একাধিক দেশে হানা দিয়েছে মাঙ্কি পক্স। জানা যাচ্ছে, দ্রুত সংক্রমিত হতে পারে এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৯৯,১৭৬ জন আক্রান্ত হয়েছেন এই রোগে। তার মধ্যে মৃত্যু হয়েছে ২০৮ জনের।
এই মুহূর্তে যে তথ্য উদ্বেগ বাড়াচ্ছে, তা হলো এই রোগের নতুন একটি স্ট্রেন বর্তমানে সংক্রমিত হচ্ছে যা সাধারণত যৌন সংক্রমণ থেকে হচ্ছে। দিন কয়েক আগেই, এর প্রভাব দেখে মাঙ্কি পক্সকে বিশ্বজুড়ে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যে হারে মাঙ্কি পক্সের সংখ্যা বাড়ছে, তাতে ফের লক ডাউন জারি হতে পারে বলে আশঙ্কা। যদিও হু-এর বিশেষজ্ঞ হ্যনাস ক্লুজ বলছেন, মাঙ্কি পক্স আশঙ্কা বাড়ালেও, করোনার মতো লকডাউন এর পরস্থিতি আসবে না। উল্লেখ্য, ২০২২ থেকেই আতঙ্ক বাড়ছে মাঙ্কি পক্স নিয়ে।
সূত্র : আজকাল