২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

এ সময়ের চোখ ওঠা

চোখ ওঠা সংক্রামক। এ জন্য যাদের চোখ ওঠেনি তাদের সচেতন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যাদের চোখ উঠেছে তাদের সংস্পর্শ পরিহার করতে হবে। তাদের ব্যবহার করা রুমাল, কাপড়-চোপড়, তোয়ালে ব্যবহার করা যাবে না
-

চোখ ওঠা এ সময়ে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। চোখ লাল হয়ে যায়, কিছুটা ব্যথা ও খচখচ ভাব থাকে, সাথে থাকে চোখ দিয়ে পানি পড়া। এ সময়ে এমন কোনো পরিবার নেই যেখানে চোখ ওঠা নেই। পরিবারের একজনের হলে সবাই আক্রান্ত হচ্ছেন এ রোগে।
বর্তমান সময়ের চোখ ওঠা নিয়ে দেহঘড়ির সাথে কথা বলেন ইসলামিয়া চক্ষু হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা: এ এস এম কামাল উদ্দিন। তার মতে, এ সময়ের চোখ ওঠা ভাইরাস দিয়ে হচ্ছে। তবে আমাদের দেশে ভাইরাস পৃথকীকরণ করা সম্ভব নয় বলে জানা যাচ্ছে না কোন ধরনের ভাইরাস দিয়ে হচ্ছে। সাধারণত এ ধরনের চোখ ওঠায় এন্টিভাইরাল কাজ করে না। তবে অনেক চিকিৎসক চোখের এন্টিভাইরাল ড্রপ ব্যবহারের জন্য দিচ্ছেন। এটা ভুল চিকিৎসা হচ্ছে। ভাইরাসের আক্রমণ ৭-৮ দিন পর আপনা-আপনি ভালো হয়ে যাবে। আক্রান্ত চোখে নোংরা পানি লাগানো যাবে না। ধুলাবালি, দূষিত বাতাস যেন চোখে প্রবেশ না করে সে দিকে খেয়াল রাখতে হবে। এ জন্য বাইরে বের হলে সানগ্লাস পরতে হবে। এটি রোদে চোখে জ্বালা কমাবে। অনেকে চোখে বারবার পানি দিয়ে পরিষ্কার করেন বা চোখে পানির ঝাপটা দেন এটাও ঠিক নয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ভাইরাসের আক্রমণের পর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটছে। এ জন্য দিনে ৩-৪ বার চোখের এন্টিবায়োটিক ড্রপ ক্লোরামফেনিকল ব্যবহার করতে হবে। ব্যাকটেরিয়ার সংক্রমণ না হলেও সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধ করার জন্য এটি ব্যবহার করা যায়। চোখে চুলকানি থাকলে এন্টিহিস্টামিন সেবন করতে হবে। কিন্তু এন্টিবায়োটিক সেবনের প্রয়োজন নেই। এতে যদি ভালো না হয় বা যদি চোখে জটিলতা যেমন দৃষ্টি ঝাপসা হলে, চোখ খুব বেশি লাল হলে, খুব বেশি চুলকালে বা অতিরিক্ত ফুলে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
চোখ ওঠা সংক্রামক। এ জন্য যাদের চোখ ওঠেনি তাদের সচেতন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যাদের চোখ উঠেছে তাদের সংস্পর্শ পরিহার করতে হবে। তাদের ব্যবহার করা রুমাল, কাপড়-চোপড়, তোয়ালে ব্যবহার করা যাবে না। এমনকি হ্যান্ডশেকের মাধ্যমেও অন্যরা আক্রান্ত হতে পারেন। এ জন্য হাত তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে। নোংরা হাত চোখে লাগানো যাবে না।


আরো সংবাদ



premium cement
ছাত্র-জনতার আন্দোলন দমাতে যারা নিষ্ঠুরতা দেখিয়েছে তাদের ছাড় নেই : আইজিপি গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮ আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন করায় ভারতের দুঃখপ্রকাশ করা উচিত : নুর অসমাপ্ত ও অপরিহার্য বিষয়কে গুরুত্ব দিয়ে সংস্কারের আহ্বান দেবপ্রিয়র ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৬১ মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হবে কিভাবে? ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের ব্যাপক সাফল্য বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল ইসরাইলে পাল্টা হামলা চালাবে ইরান ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির বলিষ্ঠ ভূমিকা রেখেছে’ সম্পত্তির ভাগ পেতে কসাই আনিয়ে বাবাকে গলা কেটে হত্যা, ছেলেসহ গ্রেফতার ৪

সকল