০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

রাশিয়ার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া নেই!

রাশিয়ার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া নেই! - ছবি : সংগৃহীত

একটি উন্নত সমীক্ষার প্রাথমিক ফলাফল অনুসারে, রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে নিরাপদ ও কার্যকর বলে মনে হচ্ছে।

রাশিয়া নয়, ভ্যাকসিনের কার্যকরিতার উপর সমীক্ষা করেছে ব্রিটিশ মেডিকেল জার্নাল ল্যানসেট পত্রিকা। রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন যে সেই জার্নালে প্রকাশিত একটি উন্নত সমীক্ষার প্রাথমিক ফলাফল অনুসারে, দেশের স্পুটনিক ভি ভ্যাকসিন কোভিড-১৯-এর বিরুদ্ধে নিরাপদ ও কার্যকর বলে মনে হচ্ছে।

ভারতে যে দুই ভ্যাকসিন দেয়া হয়েছে সেই দুটি কার্যকরী হলেও, পার্শ্বপ্রতিক্রিয়ার খবরও এসেছে। তবে তা ‘অভিযোগে’র খাতায় জমা পড়েছে। সরকারিভাবে ভ্যাকসিনে মৃত্যুর খবর নস্যাৎ করে দেয়া হয়েছে। তবে বিশ্বজুড়ে এখনো করোনার সংক্রমণ রয়েছে। তাই ওই হানা রুখতে এই খবর নিঃসন্দেহে আশা জাগাবে। উপসর্গযুক্ত কোভিড-১৯ রোগের বিরুদ্ধে রাশিয়ার স্পুটনিক ভি টিকা ৯১ শতাংশ কার্যকর হচ্ছে।

চূড়ান্ত ট্রায়ালের আগেই ভ্যাকসিনটি অনুমোদন দেয়ায় এটি বেশ বিতর্ক তৈরি করেছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, এটির উপকারিতা এখন প্রমাণিত। এর ফলে প্রমাণিত ভ্যাকসিনের তালিকায় ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জ্যানসেনের সঙ্গে স্পুটনিক ভিও যুক্ত হলো। প্রাথমিকভাবে বলা হয়েছিল এই ভ্যাকসিনে ‘স্বচ্ছতার’ অভাব ছিল। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম থেকেই এই ভ্যাকসিনকে কার্যকর ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন বলেছিলেন।

স্পুটনিক-ভি টিকার অন্তর্বর্তী পরীক্ষায় অংশ নেন ২০ হাজারের বেশি মানুষ। তাদের এক-তৃতীয়াংশকে এই টিকা দেয়া হয়। বাকিদের দেয়া হয় প্লাসেবো (প্রতিক্রিয়াহীন তরল পদার্থ)। আসল টিকা গ্রহণকারীদের কারো বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও টিকা নেয়ার পর কেউ কেউ হালকা জ্বরের মতো উপসর্গ, ইনজেকশনের স্থানে ব্যথা বা দুর্বলতা বোধ করেছিলেন। তবে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যেটা বাকি ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গিয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে যোগ দিলেন অনুপ কুমার চাকমা ফুলবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩ আ.লীগ পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে মিডিয়া ও আমলারা : হাসনাত আব্দুল্লাহ স্ত্রী সন্তানসহ শাহজাহান খানের বিরূদ্ধে দুদকের ৩ মামলা সাবেক মন্ত্রী মোজাম্মেল হকসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা রায়গঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত লেবুর লাশ উত্তোলন স্বর্ণের ভরি কি ২ লাখ টাকা ছাড়িয়ে যাবে দুইজনের যাবজ্জীবন, সাবেক এমপিসহ ১০ জন খালাস বরেণ্য শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী উত্থান দিয়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবিতে আমৃত্যু গণঅনশন

সকল