০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

১৮ ফুট দূরের ব্যক্তিও নিরাপদ নয়!

১৮ ফুট দূরের ব্যক্তিও নিরাপদ নয়! - সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ছয় ফুটের সামাজিক দূরত্বও যথেষ্ট নয়। সাইপ্রাসের নিকোসিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক সমীক্ষায় এমনটাই জানাচ্ছেন।

গবেষকদের দাবি, করোনা আক্রান্ত কোরো ব্যক্তির কাশি থেকে যে ড্রপলেট বেরোয়, তা সামান্য হাওয়াতেও মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ১৮ ফুট পর্যন্ত চলে যেতে পারে। অর্থাৎ ১৮ ফুট দূরে থাকা ব্যক্তিও সংক্রামিত হতে পারেন। যদিও ড্রপলেটে থাকা জীবাণু কতক্ষণ সক্রিয় থাকবে এবং কতদূর পর্যন্ত ছড়াবে তা বাতাসের গতি, আর্দ্রতা এবং তাপমাত্রার ওপর নির্ভর করছে। কাজেই বাড়ির বাইরে বেরিয়ে স্বাভাবিক ছ’ফুটের সামাজিক দূরত্ব মেনে চললেও, তা করোনা রুখতে আদৌ কার্যকরী ভূমিকা নেবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গবেষক দিমিত্রিস দ্রিকাসিস জানান, এই সমীক্ষা অনুযায়ী আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির সঙ্গে যে ড্রপলেট বেরবে, তা কম উচ্চতার ব্যক্তি এবং শিশুদের বেশি ক্ষতি করতে পারে। তবে বাতাসের মাধ্যমে সংক্রমণ নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে তাদের আরও সমীক্ষার প্রয়োজন বলে দ্রিকাসিস জানিয়েছেন।
সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement