করোনা ঠেকাতে সাবান-পানিই সবচেয়ে কার্যকর
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মার্চ ২০২০, ০৮:০৮
করোনাভাইরাস ঠেকাতে নানাজন নানা কথা বলে আসছেন। আশ্চর্য সব পরামর্শও দিচ্ছেন অনেকে। এত পরামর্শ শুনতে শুনতে অনেকে ভয়াবহ বিভ্রান্তিতেও পড়ে যাচ্ছেন। তবে সবচেয়ে সহজ সমাধান সম্ভবত সাবান-পানিতে হাত ধোয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) ও ইউনিসেফ একযোগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বারবার অন্তত ২০ সেকেন্ড সময় ধরে হাত ধোবার কথা বলেছে।
সাবান দিয়ে হাত ধুলে কী হয়?
দূষিত জায়গায় স্পর্শ করার ফলে বেশ কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ হয়। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, সংক্রমণ আটকাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ হল হাত সাফ সুতরো রাখা।
করোনাভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না, ছড়ায় কোনো সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশি থেকে যেসব ক্ষুদ্রাকার ফোঁটা নির্গত হয়, তা থেকে। আপনি নিজের মুখ, চোখ বা নাকে হাত দেবার আগে যদি কোনো সংক্রমিত স্থান স্পর্শ করে থাকেন, তাহলে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। ওই ফোঁটাগুলো শুকিয়ে গেছে মানেই ভাইরাস আর কার্যক্ষম নেই, এমনটা কিন্তু নয়।
ফলে সংক্রমণ আটকাতে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার কথা বলা হচ্ছে।
সাবান-পানি কীভাবে করোনাভাইরাস আটকাবে?
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক পাল্লি থোডারসন এ ব্যাপারে টিইটারে বিস্তারিত লিখেছেন। তিনি বলেছেন প্রায় সব ভাইরাসই তৈরি হয় প্রোটিন, আরএনএ ও লিপিড দিয়ে। ভাইরাসের শরীরে প্রোটিন অতি গুরুত্বপূর্ণ, যা তার নিজের শরীরের প্রতিলিপি তৈরিতে সাহায্য করে। অন্যদিকে লিপিড ভাইরাসের বাইরে আস্তরণ তৈরি করে। কোনও শরীরের কোষে প্রবেশের সময়ে বা ছড়িয়ে পড়বার সময়ে এই আস্তরণ ভাইরাসকে সুরক্ষাকবচ দেয়। আরএনএ, প্রোটিন ও লিপিডের যোগে ভাইরাস তৈরি হয়। এই কাঠামো সাধারণভাবে ভাঙা কঠিন। কিন্তু জল ও সাবানের ব্যবহারে এই ভাইরাস ভেঙে পড়ে, ফলে তা ত্বক থেকে মুক্ত হয়ে গিয়ে ধুয়ে যায়।
তা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ভাইরাস বিভিন্নভাবে কাজ করে। যেমন কাঠ, কাপড় ও ত্বকে ভাইরাস যেমন আষ্টেপৃষ্ঠে লেগে তাকে পোর্সিলিন বা স্টিলের ক্ষেত্রে তেমনটা থাকে না।
করোনা আক্রান্তদের কী ওষুধ দেয়া হচ্ছে?
থোডারসন বলছেন, “ভাইরাসের জন্য ত্বক হল একেবারে আদর্শ জায়গা। ত্বক যেহেতু অপেক্ষাকৃত অমসৃণ তল, যাতে বহু কোণ ও খাঁজ রয়েছে, সে কারণে ওই তল থেকে ভাইরাস বিমুক্ত করতে অন্তত ২০ সেকেন্ড ধরে ধোয়া জরুরি।”
থোডারসন বলছেন শুধু পানি ব্যবহার করলে ভাইরাস ত্বকের সঙ্গে আঠার মতো লেগে যাবে, উপকার হবে না।
সাবানের মধ্যে ফ্যাটজাতীয় যে বস্তু রয়েছে, তাতে ওই আঠাভাব কেটে যায় এবং তার কাঠামো ভেঙে পড়ে। সাবান ভাইরাস ও ত্বকের মধ্যে যোগাযোগ নষ্ট করে দেয়। সাবান ও পানির যৌথ কার্যকারিতায় ভাইরাস পৃথক হয়ে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ভাইরাসের মৃত্যু ঘটে।
থোডারসন বলছেন, অ্যালকোহল বেসড জীবাণুনাশক ও স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে, কিন্তু সাবান ও পানির মতো আর কিছু নেই।
গ্লোবাল হ্যান্ডওয়াশিং সংস্থার মতে রোগের কারণ যেসব জীবাণু ধুলো, গ্রিজ ও স্বাভাবিক তেলের সঙ্গে আপনার হাতে লেগে থাকে, সেগুলি শুধু পানি দিয়ে ধুলে যায় না। তারা বলছে, জীবাণু দূর করতে সব সাবানই সমান কার্যকর, যার অর্থ হলো সাধারণ সাবান ও বিজ্ঞাপনে দেখানো অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবানের মধ্যে তেমন কোনো তফাৎ নেই।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস