২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি নিষ্পত্তির আহ্বান এনডিএফ’র

ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি নিষ্পত্তির আহ্বান এনডিএফ’র - ছবি : সংগৃহীত

ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি অবিলম্বে নিষ্পত্তির আ্বিান জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এনডিএফ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে- মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ‘ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত’ রিটটি (রিট নং ২৭৩০/২০১৩) দীর্ঘ ১৩ বছর ধরে নিষ্পত্তি হচ্ছে না। বিগত ১৩ বছরে ৯০ বার কজ লিস্টে আসা এবং যাবতীয় শুনানি সম্পন্ন হওয়ার পরও অদৃশ্য কারণে রিটটি নিষ্পত্তি না হওয়া অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, ‘রিটটি নিষ্পত্তি না হওয়ার সুযোগ নিয়ে কতিপয় অসাধু মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসার নামে অপচিকিৎসা করে রোগীদের শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি করে যাচ্ছে। তারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কাজেই এভাবে একটি জনগুরুত্বপূর্ণ রিটকে বার বার পেছানোর মধ্যে দিয়ে জনগণের মৌলিক অধিকার ও সঠিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে।’

বিবৃতিতে অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, এতে করে স্বাস্থ্য ব্যবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ এছাড়া রিটটি যাতে অবিলম্বে নিষ্পত্তি করা হয় এবং রাষ্ট্রের আইন অনুযায়ী যাতে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এনডিএফ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি। -বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement