২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালের এমডি নিযুক্ত হলেন ডা: সাখাওয়াত

- ছবি : নয়া দিগন্ত

ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালের তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২২ জানুয়ারি) হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে সভায় হাসপাতালের পরিচালক এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের হিসাব অনুমোদন হয়। এছাড়া আগামী পাঁচ বছরের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মনোনীত হন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং টেলিভিশন টকশো’র জনপ্রিয় মুখ বিএসএম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা: সাখাওয়াত হোসেন সায়ন্থ। এছাড়াও চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হন যথাক্রমে হাবিবুল্লাহ হাবিব এবং রেজাউল হক রেজা।

উল্লেখ্য, বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেড একটি পূর্ণাঙ্গ জেনারেল এবং মানবিক হাসপাতাল। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত চারটি অপারেশন থিয়েটার, পরীক্ষা-নিরীক্ষার জন্য আধুনিক ল্যাব, ফার্মেসি, ইমার্জেন্সি ও আইসিইউ সুবিধা আছে।

এজিএমে বক্তারা হাসপাতালে তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেয়ারও অঙ্গীকার করেন।

বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement