২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

বায়োজিনের ‘বসন্ত বিলাস’ অফারে ৫০ শতাংশ ছাড়

বায়োজিনের ‘বসন্ত বিলাস’ অফারে ৫০ শতাংশ ছাড় - ছবি : সংগৃহীত

দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততা ও বাইরের দূষণে ত্বকের সঠিক যত্ন নিশ্চিত করা অনেকের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য প্রয়োজন স্মার্ট স্কিনকেয়ার রুটিন ও পার্সোনালাইজড স্কিনকেয়ার সেবা। ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী অথেনটিক ডার্মো কসমেটিকস আর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মাধ্যমে ব্যস্ততা সত্ত্বেও সঠিকভাবে ত্বকের যত্ন নিশ্চিত করা যায়।

পার্সোনালাইজড ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা নিশ্চিত করতে এই বসন্তে বায়োজিন নিয়ে এসেছে ‘বসন্ত বিলাস’ অফার। মাসব্যাপী দেশজুড়ে বায়োজিনের ১৭টি ব্রাঞ্চে চলবে এই বিশেষ অফার।

অফারটিতে থাকছে আকর্ষণীয় ছাড় এবং এক্সক্লুসিভ ট্রিটমেন্ট ডিল। বিশেষ অফারে পাওয়া যাচ্ছে- ত্বক ও চুলের যেকোনো সমস্যার সমাধানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়। এছাড়াও অথেনটিক ডার্মো কসমেটিকসে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়।

আর ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং একদম ফ্রি। উজ্জ্বল ত্বকের জন্য বায়ো হাইড্রা ফেসিয়াল ৯৯৯ টাকায় আর অবাঞ্ছিত লোম দূর করার পার্মানেন্ট সলিউশন বায়ো লেজার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে ৯৯৯ টাকায়।

কর্তৃপক্ষ প্রতিবেদককে জানিয়েছেন, পার্সোনালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্ট একজন ব্যবহারকারীর স্কিনের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও কার্যকরী ট্রিটমেন্ট দেয় বলে এটি ব্যবহারকারীর জন্য খুবই নিরাপদ। কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলে জানা যায়, বায়োজিনে আছে বিশ্বস্ত ও কার্যকরী স্কিন কেয়ার প্রোডাক্টস। যার ফলে যে কেউ তাদের পণ্য কোনো চিন্তা-ভাবনা ছাড়াই ব্যবহার করতে পারে।

আধুনিক জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক স্কিনকেয়ার। এজন্য ভালো ব্রান্ডের পণ্য ব্যবহার না করলে স্কিনের অনেক ক্ষতি হতে পারে। একইসাথে শিশুর ত্বকের যত্নে আরো বেশি মনোযোগী হওয়া উচিত।

কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে রয়েছে বিশ্বখ্যাত ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেলের বেবি কেয়ার প্রোডাক্টস। এছাড়াও ত্বক ও চুলের যত্নে বিউটি সাপ্লিমেন্টসের পাশাপাশি আধুনিক জীবনযাপনের জন্য রয়েছে স্মার্ট লাইফ স্টাইল প্রোডাক্টস।

তারা আরো জানান, বসন্ত বিলাস অফারটি বায়োজিনের ১৭টি ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে। এছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করা যাবে।


আরো সংবাদ



premium cement