২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৫ জন

আবেদন করেছেন মোট এক লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী - ছবি : সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আর কোটাসহ মেডিক্যালে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসেবে চলতি বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনকারীরা আবেদন ফি জমা দিতে পারবেন।

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে অনলাইনে আবেদনের সময় শেষ হয়।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুবীনা ইয়াসমীন বলেন, ‘এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুক্রবার পর্যন্ত এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের সময় আর বাড়ানো হবে না।’

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর বলছে, এ বছর কোটাসহ মেডিক্যালে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। ফলে এক লাখ ৩৫ হাজার ২৬১টি আবেদনের ফলে আসনপ্রতি ভর্তিচ্ছুর সংখ্যা দাঁড়াচ্ছে ২৫.১৪ জন।

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে এক লাখ চার হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সেই হিসেবে ওই বছর আসনপ্রতি ১৯.৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি পেয়েছে।

আগামী ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে সকল ধরনের মেডিক্যাল কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।


আরো সংবাদ



premium cement