বিদ্যুৎস্পৃষ্ট বা ইলেক্ট্রিক শক খেলে
- নিরাময় ডেস্ক
- ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
প্রথমেই সুইচ অফ করে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিতে হবে বা সকেট থেকে প্লাগ খুলে ফেলতে হবে। যদি মনে হয় সুইচ বন্ধ করতে সময় লাগবে, তাহলে আগে শরীর থেকে বিদ্যুতের উৎস বিচ্ছিন্ন করার দিকে মনোযোগ দিন
যেসব ঘটনায় প্রাণহানির শঙ্কা থাকে, তার মধ্যে অন্যতম বিদ্যুৎস্পৃষ্ট হওয়া। বিদ্যুৎস্পৃষ্টে শিশুর শ^াসতন্ত্র, হƒদযন্ত্র ও মস্তিষ্কের প্রাথমিক অসারতায় মৃত্যু ঘটার আশঙ্কা থাকে। এটি এমনই ভয়াবহ যে, বিদ্যুৎস্পৃষ্ট থাকাবস্থায় ওই মানুষটিকে কেউ স্পর্শ করলে তারও একই পরিণতি হয়। শরীরের টিস্যুগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের কারণে গভীর সংযোগ সৃষ্টি হয়। স্নায়ুতন্ত্র ও শ^াসতন্ত্রে আঘাতের কারণে অজ্ঞানও হয়ে পড়ে। কৌতূহলবশত শিশু অনেক কিছু স্পর্শ করে। বৈদ্যুতিক তার, মাল্টিপ্লাগে আঙুল স্পর্শ করার মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যেতে পারে শিশু।
ফাস্টএইড
- প্রথমেই সুইচ অফ করে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিতে হবে, বা সকেট থেকে প্লাগ খুলে ফেলতে হবে। যদি মনে হয় সুইচ বন্ধ করতে সময় লাগবে, তাহলে আগে শরীর থেকে বিদ্যুতের উৎস বিচ্ছিন্ন করার দিকে মনোযোগ দিন।
- বিচ্ছিন্ন করতে শুকনো জিনিসের সাহায্য নিন। হতে পারে শুকনো কাঠ, উলের কাপড়, রাবারজাতীয় বিদ্যুৎ অপরিবাহী বস্তু বা খবরের কাগজ।
- যদি শুকনো কাঠ হাতের কাছে না পাওয়া যায়, তাহলে শুকনো কাপড় জড়িয়ে বৈদ্যুতিক তার বা বিদ্যুতের উৎসটি সরাতে হবে। এক্ষেত্রে শুকনো দড়িও ব্যবহার করা যেতে পারে।
- যিনি বিদুৎস্পৃষ্ট শিশুকে বিদ্যুৎ প্রবাহ থকে বিচ্ছিন্ন করছেন, তার হাতও যেন শুকনো থাকে এবং শুকনো কিছুর ওপর দাঁড়িয়েই কাজটি করতে হবে। এ ক্ষেত্রে স্পঞ্জের স্যান্ডেল পরা যেতে পারে।
- শিশুকে বিদ্যুৎ প্রবাহ থেকে আলাদা করার পর বালিশ ছাড়া মাটিতে শুইয়ে দিতে হবে, যাতে অতিরিক্ত বিদ্যুত মাটিতে চলে যায়।
- দেখতে হবে শ^াসক্রিয়া ঠিক আছে কিনা। কারণ বিদ্যুৎ প্রবাহের তীব্রতায় শিশু অজ্ঞানও হয়ে যেতে পারে। শ^াসক্রিয়া ঠিক না থাকলে কৃত্রিমভাবে শ^াসকার্য চালাতে হবে। যেমন বাইরে থেকে বুকে চাপ দেওয়া, সিপি, মুখে মুখ লাগিয়ে ফুঁ দেওয়া।
- শিশুর বুক, পিঠ, হাত-পায়ের তালু ও ঘাড়ে মালিশ করুন, যাতে রক্ত চলাচল স্বাভাবিক হয়।
- শিশুকে উপুড় করে তার এক হাত লম্বা করে অন্য হাতটি ভাঁজ করে মাথার নিচে রেখে পিঠেও চাপ দেওয়া যায়।
- গলা, বুক ও কোমরের কাপড় আলগা করে দিন।
কখন যাবেন চিকিৎসকের কাছে?
- বিদ্যুৎ সংযোগ থেকে শিশুকে আলাদা করার পর যত দ্রুত সম্ভব চিকিৎসক বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট হলে শরীরে জলীয় উপাদানের ঘাটতি হয়। দ্রুত পানি, দুধের মাধ্যমে সেটি পূরণের কাজ শুরু করুন।
- মনে রাখবেন, বিদ্যুত প্রবাহিত হওয়ার কারণে শরীরের কোষগুলো নিস্তেজ হয়ে যায় এবং শরীর বিশৃঙ্খল হয়ে পড়ে। তার প্রাথমিক চিকিৎসার পরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
যা করবেন না
- কখনো খালি হাতে ধরতে যাবেন না।
- শিশুর গায়ে পানি দেবেন না।
- ভেজা হাতে সুইচ বন্ধ করতে যাবেন না।
- বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে আক্রান্ত শিশুকে লাঠি দিয়ে প্রহার করবেন না।
সতর্কতা
- বাড়ির সবক’টি বৈদ্যুতিক তার ও আর্থিং ঠিক আছে কিনা দেখে নিন।
- খোলা তার এড়িয়ে চলুন।
- বর্ষায় পানি জমে থাকা রাস্তায় খালি পায়ে হাঁটাচলা এড়িয়ে চলুন।
- খালি পায়ে মাটিতে বা ফ্লোরে দাঁড়িয়ে বৈদ্যুতিক কাজ করা থেকে বিরত থাকুন।
- নিকটস্থ বিদ্যুৎ অফিসের নাম্বার অথবা বাসার বিদ্যুতের প্রধান উৎসে অবস্থানকারীর নাম্বার হাতের কাছে রাখবেন, যাতে দরকারের সময় সাহায্য নেওয়া যায়।
- ঘরের মাল্টিপ্লাগ শিশুর নাগালের বাইরে রাখুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা