সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ নভেম্বর ২০২৪, ২১:০৪, আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ১৮:৩৫
দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্লাটফর্ম ‘সুখী’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘স্বাস্থ্য সেবার সব সমাধান’ স্লোগানকে সামনে রেখে সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘সুখী’-এর পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা
এখন ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সাথে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে। এছাড়া পুষ্টিবিদ, মনোরোগ বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন পেশাদারি সেবাও সহজলভ্য। বিশেষায়িত সেবার মধ্যে রয়েছে কেয়ারগিভার, প্যারেন্ট কেয়ার এবং ন্যানি সেবা।
দেশব্যাপী সেবা বিস্তার
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সুখীর সেবা দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে যাবে। ‘সুখী সেবা কেন্দ্র’ এবং কল সেন্টার ১০৬৫৭ নম্বরে যোগাযোগের মাধ্যমে এসব সেবা নেয়া যাবে। শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেয়াই সুখীর মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠান
আজ মিরপুরের টেলিকম ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো: আশরাফুল হাসান, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী এবং অন্য বিশিষ্ট অতিথিরা। এ সময় মো: আশরাফুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সহজে এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা। সুখী এ লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘সুখী একটি যুগান্তকারী উদ্যোগ, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দেবে।’
আন্তর্জাতিক সম্প্রসারণ
গ্রামীণ ইয়ামেন এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সুখী সেবা মধ্যপ্রাচ্যের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। গ্রামীণ ইয়ামেনের অবকাঠামো এবং আঞ্চলিক অভিজ্ঞতা মধ্যপ্রাচ্যের বাজারে সুখীর সেবা সহজে একীভূত করতে সহায়ক হবে।
সেবা গ্রহণের পদ্ধতি
‘সুখী’ অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও https://www.shukhee.com ও ১০৬৫৭ নম্বরে কল করে সহজেই সেবা নেয়া যাবে। সুখী তার প্রতিশ্রুতিতে অটল থেকে আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবে।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস
যেকোনো প্রয়োজন বা জিজ্ঞাসায় যোগাযোগ করুন
ইমেইল অ্যাড্রেস : [email protected]
নম্বর : +৮৮০১৭১১০৮০৮০০
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা