অরোরা স্পেশালাইজড হাসপাতালে জার্মানির সিমেন্স কোম্পানির এমআরআই উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ২২:৩৫, আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১৫:৫২
সর্বাধুনিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে ঢাকার কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালে জার্মানির সিমেন্স কোম্পানির ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং (এমআরআই) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) এ ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং (এমআরআই)-এর শুভ উদ্বোধন করা হয়।
হাসপাতালের ম্যানেজার অপারেশন মো: রবিউল আউয়াল এর ব্যবস্থাপনায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাজী মো: শাহে আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অরোরা স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ হাসিবুল মাজীদ।
অনুষ্ঠানে হাসপাতালের ভাইস চেয়ারম্যান নিউরো সার্জন ডা. শামসুল আলম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিকিৎসাবিদ গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আক্তার।
এতে আরো বক্তব্য দেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো: মিজানুর রহমান, ডা. তাজুল ইসলাম রবি, নিউরো সার্জন ডা. মো: মাহফুজুর রহমান, ডা. মোঃ সুজন শরীফ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো: নাহিদুজ্জামান সাজ্জাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এমআরআই মেশিন সংস্থাপনে অরোরা স্পেশালাইজড হাসপাতালের সার্ভিসকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের কনসালটেন্ট, শেয়ার হোল্ডার ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।