ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ অক্টোবর ২০২৪, ২০:৫০
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে এ আয়োজন করা হয়।
জানা গেছে, বিশ্ব ব্রেস্ট ক্যানসার দিবস উপলক্ষে মগবাজারে হাসপাতালের ১ নম্বর ভবনে আয়োজিত ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী ১১৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।
মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ ডা. তাসনিম হোসাইন, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জেনারেল, কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. নাছিম-ই-তাছনিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) পাইলস, ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোসাম্মাৎ মীরা পারভীন এবং ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রিফাত জিয়া হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা