পর্তুগালকে বাঁচালেন রোনালদো
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১, আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩
পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তেই ছিল পর্তুগাল। একের পর এক সুযোগ হাতছাড়া করে বাড়ছিল হতাশা। তবে সেখান থেকে দলকে বের করে আনেন রোনালদো। বদলি হিসেবে নেমেই গড়ে দেন ব্যবধান। নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় এনে দেন দলকে।
ঘরের মাঠ লিসবনে রোববার উয়েফা নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে পর্তুগাল। যেখানে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। টানা দুই ম্যাচ জয়ে টেবিলের শীর্ষস্থানও নিশ্চিত করেছে তারা।
রোনালদো যে থামছেন না, তা আরো একবার বুঝিয়ে দিলেন। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতেই তিনি ছুটছেন। আজ গোলের পর আর ‘মাত্র’ ৯৯ গোল প্রয়োজন তার। যার নামের পাশে ৯০১ গোল, ৯৯ সেখানে তো অল্পই।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে পর্তুগাল। ভীষণভাবে চেপে ধরে স্কটিশদের। তবে একের পর এক সুযোগ এলেও সেগুলো কাজে লাগাতে পারেননি রাফায়েল লেয়াও, দিয়োগো জটারা। তাতে উন্মোচিত হয়নি গোলমুখ।
উল্টো প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় স্কটল্যান্ড। সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে কেনি ম্যাকলেইন চমৎকার ক্রস বাড়ান ডি বক্সে। ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ম্যাকটোমিনে। লিড নেয় স্কটিশরা।
সমতায় ফিরতে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। স্কটল্যান্ড গোলরক্ষক এঙ্গাস গান হয়ে দাঁড়ান দুর্ভেদ্য প্রাচীর। জটা-নুনো মেন্ডেসদের বারবার হতাশ করেন তিনি। প্রথমার্ধে তাই পিছিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল।
প্রত্যাশিত গোল আসে দ্বিতীয় হাফে। ৫৪তম মিনিটে রাফায়েল লিয়াও'র কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। জন্মদিনের দিন গোল করে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার।
এদিকে ততক্ষণে বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। প্রথমার্ধে বেঞ্চ গরম করলেও ম্যাচ শেষের আগে তিনিই ব্যবধান গড়ে দেন। তবে তার জন্য অপেক্ষা করতে হয় ৮৮ মিনিট পর্যন্ত। এর মাঝে দু'বার গোলের দুয়ার থেকে ঘুরে আসে পর্তুগাল।
৮২ মিনিটে হতাশা বাড়িয়ে দেয় গোলপোস্ট। প্রথমে ফেলিক্সের ডাইভিং হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক গান। আর ফিরতি বলে রোনালদোর শট ফেরে ডান দিকের পোস্টের লেগে। ফলে বাড়তে থাকে পয়েন্ট হারানোর শঙ্কা। ৮৬তম মিনিটে রুবেন নেভেসের হেডও থামিয়ে দেয় গান।
তবে দুই মিনিট পরেই তার প্রতিরোধ ভেঙে দলকে এগিয়ে নেন রোনালদো। নুনো মেন্ডেসের ক্রসে ছুটে গিয়ে পা বাড়িয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে এই প্রথম গোল করলেন রোনালদো। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৪৯তম প্রতিপক্ষ, যাদের বিপক্ষে তিনি গোল করেছেন।
এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে পর্তুগাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা