ভুটানের কাছে আটকে গেল বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪, আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৩
বাংলাদেশের আত্মবিশ্বাসে ফাঁটল ধরিয়েছে ভুটান। প্রথম ম্যাচে জয়ে উড়তে থাকা টাইগারদের টেনে ধরেছে তারা। ম্যাচের শুরু থেকে এলোমেলো বাংলাদেশকে আর গুছিয়ে উঠতে দেয়নি স্বাগতিকেরা। উল্টা যোগ করা সময়ে গোল করে বিজয় উল্লাসে মাতে ভুটান।
রোববার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। নিষ্প্রাণ ম্যাচে জামাল ভূঁইয়ারা হেরে যান ১-০ গোলে। স্বাগতিকদের জয়ের নায়ক কিংগা ওয়াংচুক।
এর আগে, দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মোরসালিনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তখন থেকেই ২-০ তে সিরিজ জিততে মরিয়া হাভিয়ের কাবরেরার শিষ্যরা। অবশ্য সিরিজ জয়ের আশা ভুটান সফরের আগে থেকেই ছিল খেলোয়াড়-কোচদের মুখে।
ভুটান সফরের স্মৃতিটা সুখকর হলো না বাংলাদেশের। সুযোগ নষ্ট হলো র্যাঙ্কিংয়ে উন্নতিরও। একই সাথে আগামী এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্রয়ে প্লট-থ্রিতে থাকার লক্ষ্য থেকেও ছিটকে গেল জামাল ভূঁইয়ার দল।
দু’টি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ। প্রথম ম্যাচে পাওয়া চোটে ছিটকে যাওয়া রাকিব হোসেনের জায়গায় শাহরিয়ার ইমন ও অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় ইসা ফয়সালকে রাখেন কাবরেরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে এলোমেলো ছিল সোহেল রানারা। বল পজেশনটাও ছিল না ঠিকঠাক। ভুল পাসে ম্যাচের বেশিভাগ সময়ে পজেশন হারিয়েছে কাবরেরার শিষ্যরা। উল্টা শুরু থেকেই ভুটান ছিল আত্মবিশ্বাসী। যদিও তাদের আক্রমণ বারবার রুখে দেয় রক্ষণভাগ।
ম্যারম্যারে প্রথমার্ধে যে একদম সুযোগ আসেনি, তা নয়। ম্যাচের ১১তম মিনিটে ডি বক্সের ভেতর নিজের নিয়ন্ত্রণে বল পেয়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে শট নিতে পারেননি ফয়সাল। আর প্রথমার্ধের যোগ করা সময়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন শাহরিয়ার ইমন। খুব কাছে থেকেও বল জালে জড়াতে পারেননি তিনি।
মাঝে ৩৩তম মিনিটে দারুণ সেভে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক মিতুল। গতির কারণে ডিফেন্ডারদের থেকে বেরিয়ে যাওয়া তিসেলত্রিম নামগাইলের শট অনেকটা ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে প্রতিরোধ করেন মিতুল।
ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে অবশ্য দু’দলই ছিল বেশ ছন্নছাড়া। দুই-একটা আক্রমণ হলেও ছিল না তাতে ধার। ফলে ম্যাচ এগোচ্ছিল গোলশূন্য ড্রয়ের পথে। তবে যোগ করা সময়ে হঠাৎ ম্যাচ নিজেদের করে নেয় ভুটান। আচমকাই গোল হজম করে বসে বাংলাদেশ।
ফ্রি কিকে সতীর্থের হেড বক্সে ফাঁকায় থাকা কিংমা ওয়াংচুক নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে পরাস্ত করেন মিতুলকে। তাতেই ভুটানের গ্যালারি ভাসে জয়ের আনন্দে। বিপরীতে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। বাজে রেফারির শেষ বাঁশি।
২০১৬ সালের পর ভুটানের মাঠে ফের হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। যা দু’দলের ১৬ দেখায় মাত্র দ্বিতীয় হার টাইগারদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা