১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

৯০০ গোলের ইতিহাস তৈরি করলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো - ছবি : সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সাথে পর্তুগালের জার্সিতে ১১৩টি গোলও করে ফেললেন তিনি। ৯০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে তিনি বলেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়ই না, রেকর্ড আমার পেছনে ছোটে।’

নেশনস লিগে পর্তুগাল খেলতে নেমেছিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে ২-১ গোলে জিতল রোনালদো দল। ম্যাচে ৩৪ মিনিটের মাথায় গোল করেন রোনালদো। শেষ পাঁচ ম্যাচে পর্তুগালের হয়ে গোল করতে পারেননি তিনি।

বৃহস্পতিবার রাতে নুনো মেন্দেসের ক্রস থেকে ভলিতে গোল করেন ৩৯ বছরের রোনালদো।

সাধারণত গোল করলে রোনালদোকে দেখা যায় বিশেষ এক ভঙ্গিতে উৎসব করতে। যা সিউ বলে পরিচিত। কিন্তু ৯০০তম গোল করে রোনালদো মুখ ঢেকে হাঁটু মুড়ে বসে পড়েন। ক্যারিয়ারের এই মাইলফলকে পৌঁছে রোনালদো বলেন, ‘আমার কাছে এই গোলটা খুবই বিশেষ একটা মুহূর্ত। অনেক দিন ধরে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষা করছিলাম। জানতাম একদিন পৌঁছে যাব। আমি জানতাম খেলা চালিয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই এই মাইলফলকে পৌঁছতে পারব।’

ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় গোল করে পর্তুগালকে এগিয়ে দেন দিয়োগো দালত। ব্যবধান বৃদ্ধি করেন রোনালদো। ৪১ মিনিটের মাথায় দালত আত্মঘাতী গোল করে ব্যবধান কমিয়ে দিয়েছিলেন। তবে ম্যাচ জিততে অসুবিধা হয়নি রোনালদোদের।

রোনালদো দেশের জার্সিতে ছাড়াও স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন। এখন তিনি খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে। এই সব দল মিলিয়ে তিনি ৯০০টি গোল করেছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement