১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

উড়ছে লিভারপুল, দুরাবস্থা ইউনাইটেডের

- ছবি : নয়া দিগন্ত

উড়ছে লিভারপুল। দিয়াজ-সালাহ নৈপুণ্যে পেয়েছে টানা তৃতীয় জয়। এবার তাদের শিকার ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আরো একবার নাস্তানাবুদ রেড ডেভিলরা। গত কয়েক মৌসুমের ব্যর্থতার ধারা এবারো ধরে রেখেছে তারা।

গতকাল রোববার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় লিভারপুল। যেখানে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে অল রেডরা। জোড়া গোল করেছেন লুইস দিয়াজ। বাকি গোলটি মোহামেদ সালাহ’র।

অবশ্য ম্যাচের শুরুতেই উদযাপনের উপলক্ষ পেয়েছিল লিভারপুল। ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিলেন অ্যালেক্সান্ডার আর্নল্ড। কিন্তু ভিএআর পরীক্ষায় সে গোল বাতিল হয়ে যায়। অফসাইডে ছিলেন মোহাম্মদ সালাহ।

ম্যাচে এগিয়ে যেতে অলরেডদের অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। সেই সালাহ’র বানিয়ে দেয়া বল থেকে লিভারপুলকে এগিয়ে দেন দিয়াজ। হেডে বল জড়ান জালে। ১-০ তে এগিয়ে যায় তারা।

ছন্দ খুঁজে পাওয়া লিভারপুল দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় দ্রুত। ৭ মিনিট পর ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এবারো সালাহ-দিয়াজ যুগলবন্দী। সালাহর পাস থেকে এবারের গোলটা ডান পায়ে করেছেন দিয়াজ। ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় অলরেডরা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে লিভারপুল। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৫ মিনিটে স্কোরশিটে নাম তোলেন সালাহ। দমিনিক সোবোসলাই গোলটা সাজিয়ে দিয়েছিলেন সালাহর জন্য। যা জালে জড়াতে ভুল করেননি এই মিশরীয়।

এবারের লিগে তিন ম্যাচেই একটি করে গোল করলেন সালাহ। অবশ্য সংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন সালাহ। তবে তা আর হয়নি পরের তিন মিনিটে আরো দুবার সুযোগ তৈরী হলেও দু’টি শটই অবশ্য একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে, বাকি সময়ে আর উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি ইউনাইটেড। একটা গোলও শোধ দিতে পারেনি দলটা। ফলে ৩-০ গোলে হার হয় সঙ্গী।

আসরে এই নিয়ে তিন ম্যাচের সবগুলোই জিতল লিভারপুল। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

জয় দিয়ে আসর শুরুর পর ইউনাইটেড হারল টানা দুই ম্যাচ। ৩ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৪ নম্বরে।


আরো সংবাদ



premium cement
যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন নেতানিয়াহু কারামুক্ত হলেন ডেসটিনির রফিকুল আমীন নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নেসকোর ৩ কর্মকর্তাকে বদলি ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট

সকল