১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ডর্টমুণ্ড, লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ডর্টমুণ্ড, লিভারপুল - সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার তারা মুখোমুখি হচ্ছে প্রথম রাউন্ডেই। এমনকি লিভারপুল, এসি মিলানকেও মোকাবেলা করতে হবে তাদের।

বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত হয় ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়াচ্ছে এবার। যেখানে নেই কোনো গ্রুপ পর্ব। দল সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ।

নতুন ফরম্যাটে থাকছে না গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে আর অন্য চারটি প্রতিপক্ষের মাঠে। যেখান থেকে লিগ পর্ব শেষে সেরা আট দল সরাসরি জায়গা করে নেবে শেষ ১৬-তে।

আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ১৬-এর বাকি আটটি টিকেট। এরপর থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ে অবশ্য কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে নকআউট পর্ব হতো, সেভাবেই চলবে।

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা;

রিয়াল মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালজবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস্ত।

ম্যানচেস্টার সিটি
ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুগা, জুভেন্টাস, ফেইনুর্দ, স্পোর্তিং, স্পার্তা প্রাহা, ব্রাতিসলাভা।

বায়ার্ন মিউনিখ
পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার, দিনামো জাগরেব, ফেইনুর্দ, ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।

পিএসজি
ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, অ্যাতলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালজবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।

লিভারপুল
রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।

ইন্টার মিলান
লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, জভেদা, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।

বরুশিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার, ক্লাব ব্রুগা, সেল্টিক, দিনামো জাগরেব, স্ত্রাম গ্রাজ, বোলোনিয়া।

লাইপজিগ
লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, স্পোর্তিং, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্ত্রাম গ্রাজ।

বার্সেলোনা
বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, জভেদা, ব্রেস্ত, মোনাকো।


আরো সংবাদ



premium cement
তারুণ্যের উৎসব : ফেনী কলেজে দায়সারা আয়োজনে শিক্ষার্থীদের ক্ষোভ সুনামগঞ্জে তরুণকে হত্যার মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গ : স্বাস্থ্য খাতের সংস্কার বিপিএলের নতুন ধারণার প্রশংসা করেছেন ভক্তরা আধিপত্যবাদ উৎখাতেই সংহত হবে স্বাধীনতা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’সহ সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশ ‘অজ্ঞতানামা আসামি’ করার চর্চা বন্ধের প্রস্তাব পুলিশ সংস্কার কমিশনের শিল্প খাত বিকাশে পরিবেশ চাই যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন নেতানিয়াহু কারামুক্ত হলেন ডেসটিনির রফিকুল আমীন নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নেসকোর ৩ কর্মকর্তাকে বদলি

সকল