শহীদ ছাত্র-জনতাকে সাফ ট্রফি উৎসর্গ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৮ আগস্ট ২০২৪, ২২:১০
শেখ হাসিনা সরকার-বিরোধী ছাত্র-জনতার আন্দোলন। এই আন্দোলনের ফলে কমলাপুর স্টেডিয়াম থেকে বসুন্ধরা কিংসের মাঠে গিয়ে অনুশীলন পর্যন্ত করা যায়নি কয়েক দিন। পরে কমলাপুর স্টেডিয়াম ছেড়ে বসুন্ধরায় গিয়ে ক্যাম্প করা। এরই মধ্যে আন্দোলনের তোড়ে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল সরকার পতনের এই আন্দোলনে শত শত ছাত্র-জনতা নিহত হয়।
নেপালকে বুধবার ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ পুরুষ সাফের শিরোপা জয়ের পর এই ট্রফি আন্দোলনে শহীদ ছাত্র-জনতাকে উৎসর্গ করলেন কোচ মারুফুল হক। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে গোলের পর নতুন করে টি-শার্ট পরেন মিরাজুল। তাতে লেখা ছিল ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মুগ্ধের নাম।
সংবাদ সম্মেলনে মারুফ বলেন, ‘আমরা শুরু থেকে কাউন্টার অ্যাটাকে খেলার পরিকল্পনা করি। ভেবেছিলাম নেপাল নিজ দর্শকদের সমর্থন দিয়ে আক্রমনাত্মক খেলবে। কিন্তু দেখলাম নেপালই প্রেসার নিয়ে ডিফেন্সিভ খেলতে থাকে। তাই পরে কৌশল বদলে আক্রমণাত্মক খেলা শুরু করি।’
কোচ বলেন, ‘মাত্র এক দিনের গ্যাপে আমাদের সেমিফাইনাল ও ফাইনালের মতো দু’টি টাফ ম্যাচ খেলতে হয়েছে। তাই ফুটবলারদের রিকভারি করানোর জন্য সব চেষ্টাই করেছি। এরপর ফুটবলাররা যে পাসিং ফুটবল খেলতে অভ্যস্ত, সেই পাসিং ফুটবলই তারা ফাইনালে খেলেছে।’
পুরো আসরে ৪ গোল করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মিরাজুল ইসলাম মিরাজ। এ নিয়ে টানা তিন বয়সভিত্তিক সাফেই গোল করলেন তিনি। ২০২২ সালের অনূর্ধ্ব-১৭ সাফে তার হ্যাটট্রিক ছিল মালদ্বীপের বিপক্ষে। একটি গোল করেন ভারতের বিপক্ষে। ওই বছরই অনূর্ধ্ব-২০ সাফে তার হ্যাটট্রিক ছিল মালদ্বীপের বিপক্ষে। জয়সূচক গোল ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এবার শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে ১টি করে গোলের পর ফাইনালে দু’বার বল পাঠালেন স্বাগতিকদের জালে, জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
তিন সাফে ১২ গোল করা মিরাজুলের দূর্দান্ত ফ্রি-কিকের গোলেই বুধবার নেপালের বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি টাইমে এগিয়ে যাওয়া বাংলাদেশের। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল।
ম্যাচ শেষে ফ্রি-কিকের গোলের জন্য বাফুফে এলিট অ্যাকাডেমি থেকে উঠে আসা এই স্ট্রাইকার বলেন, ‘আল্লাহ তায়ালাই আমাকে এই গোল দিয়েছেন। শিরোপাও তিনি আমাদের দিয়েছেন। তবে ম্যাচে নামার আগে আমার কোনো চিন্তাই ছিল না সর্বোচ্চ গোলদাতা হওয়ার। সবই হয়েছে উপরওয়ালার নির্দেশে।’
তিনি যোগ করেন, ‘ভারতের বিপক্ষে সেমিতে আমরা ভালো খেলতে পারিনি। এরপরও জিতেছি, কারণ আল্লাহ আমাদের দিয়েছেন।’
ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে এবার দর্শকপ্রিয় দল ঢাকা আবাহনীতে যোগ দিয়েছেন মিরাজ। দুই মৌসুম আগে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সর্বোচ্চ গোলদাতা মিরাজের লক্ষ্য জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার লিওনেল মেসির চেয়ে বেশি গোল করা।
দুই ম্যাচ খেলেই এবারের সাফের সেরা গোলরক্ষক হয়েছেন মোহাম্মদ আসিফ। ভারতের বিপক্ষে সেমিতে দুই টাইব্রেকার ঠেকানোর পর নেপালের বিপক্ষে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অতন্দ্র প্রহরী ছিলেন পোস্টের নিচে। ফলে বসুন্ধরা কিংসের এই কিপারের দখলেই গেছে সেরা গোলরক্ষকের পুরস্কার।
আসিফ বলেন, ‘আমরা কখনই এই সাফে জিততে পারিনি। প্রতিবারই কান্না নিয়ে মাঠ ত্যাগ। তাই এবার পণই করা, চ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরব।’
ফাইনালে ১ গোল করা ও ২ গোলের যোগানদাতা রাব্বী হোসেন রাহুল বলেন, ‘ক্যারিয়ারে এটি আমার সেরা অর্জন।’
ইনজুরির জন্য ফাইনাল মিস করা অধিনায়ক ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনের মতে, ‘এই শিরোপার পর আমি ইনজুরির কথা ভুলে গেছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা