২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্লাব পাননি জামাল ভূঁইয়া

ক্লাব পাননি জামাল ভূঁইয়া - ছবি : সংগৃহীত

গত বছরও তার ঠিকানা ছিল আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগ। যদিও পরে সোল দি মায়োর সাথে বনিবনা না হওয়ায় তাকে চলে আসতে হয়। এরপর যোগ দেন ঢাকা আবাহনীতে। যদিও আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানী তাকে নিয়মিত খেলাতেন না। সেই ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া এবার কোনো ক্লাবই পাননি বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র দল না গড়ায় এবং চট্টগ্রাম আবাহনী একেবারে শেষ কয়েক ঘন্টায় টিম গড়ার ফলে জামালের ঠিকানা হয়নি। এখন ডেনমার্ক প্রবাসী এবং ছাত্র আন্দোলনের সমর্থক বাংলাদেশ অধিনায়ককে এ সিজনের প্রথম উইন্ডো পর্যন্ত ক্লাব হীনই থাকতে হচ্ছে। যদি তিনি বিদেশে অন্য কোনো ক্লাব পান তাহলে ভিন্ন কথা।

জামাল ভূঁইয়া আর্জেন্টিনা যাওয়ার আগে ছিলেন সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড়। এই ক্লাব থেকেই তিনি কোলকাতা মোহামেডানে খেলতে যান। চার বছরে দুই বিদেশী লিগ খেলা জামালের এই ক্লাব না পাওয়াটা হতাশাজনক। যেখানে জাতীয় দলে তিনি অপরিহার্য।


আরো সংবাদ



premium cement