বিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ আগস্ট ২০২৪, ১৪:০৬, আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ১৪:১২
সংস্কার শুরু বাংলাদেশ ক্রিকেটে। প্রথম পরিবর্তন হিসেবে শেষ হলো জালাল ইউনুস অধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন তিনি। ছেড়েছেন ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্ব।
জালাল ইউনুস ইতোমধ্যেই তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে।
২০২১ সালের শেষ দিকে ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দেন জালাল। বসেন পদত্যাগ করা আকরাম খানের চেয়ারে। এরপর থেকে এই দায়িত্বেই ছিলেন তিনি। পরবর্তী বিসিবি নির্বাচনেও হয়নি দায়িত্বে রদবদল হয়নি।
তবে জালাল ইউনুস অধ্যায়টা সুখকর নয়। তার অধীনে বাংলাদেশ বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিলেও সাফল্য ছিল তলানিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রশ্ন উঠলেও বিসিবি সভাপতির আস্থাভাজন হিসেবে থেকে যান অনড়।
সাফল্য তো ছিলই না, তার সময়ে উল্টা সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাঝে দ্বন্দ্ব বড় আকার ধারণ করে। বোর্ডের সাথে ভুল বুঝাবুঝিতে অভিমানে বিভিন্ন ফরম্যাট থেকে অবসর নেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর মতো সিনিয়র ক্রিকেটাররা।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছেন আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিসিবি কার্যালয় পরিদর্শনে তিনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা