চ্যাম্পিয়ন রিয়ালকে আটকে দিলো মায়োর্কা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ আগস্ট ২০২৪, ০৯:১৭
নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না রিয়াল মাদ্রিদের। বর্তমান চ্যাম্পিয়নরা লা লিগা শুরু করল পয়েন্ট হারিয়ে। তুলনামূলক দূর্বল মায়োর্কার বিপক্ষে আটকে গেছে তারা, ড্র দিয়েই শুরু হলো শিরোপা ধরে রাখার দৌড়।
লা লিগায় রোববার মায়োর্কার সাথে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালকে শুরুতেই এগিয়ে দেন রদ্রিগো। তবে দ্বিতীয়ার্ধে মায়োর্কার হয়ে গোল করেন মুরিকি। সমতা ভেঙে আর এগিয়ে যেতে পারেনি লস ব্লাঙ্কোজরা।
এদিন রিয়ালের জার্সিয়ে অভিষেক হয় কিলিয়ান এমবাপ্পের। তবে জ্বলে উঠতে পারেননি ফরাসি এই তারকা। ছিলেন নিজের ছায়া হয়েই। তবে যেই রদ্রিগোর ক্লাব ছাড়া নিয়ে এত কথা, তিনিই হয়ে উঠেন ত্রাতা। অবদান ছিল ভিনিসিউস জুনিয়রেরও।
ম্যাচের ১৩ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন দুই ব্রাজিলিয়ান। রদ্রিগোর গোলে সহায়তা করেন আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। এগিয়ে গিয়েও আক্রমণ থামায়নি রিয়াল, প্রথমার্ধ-জুড়েই ছিল তাদের আধিপত্য।
অষ্টাদশ মিনিটে রদ্রিগোর আরেকটি শট ঠেকান মায়োর্কা গোলরক্ষক। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে আন্টোনিও রুডিগারের জোরাল নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ২৫তম মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক মায়োর্কা। ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মুরিকি। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে ঠিকানা খুঁজে নেন তিনি।
গোল হজম করার পর আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় রিয়াল। ৬১ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন ভিনি। আর ৭০তম মিনিটে গোল করার সুযোগ পেয়েও তা করতে পারেননি এমবাপ্পে। শেষ দিকে দু’টি ভালো সুযোগ পান মায়োর্কার আন্তোনিও সানচেস। তবে তা থেকেও গোল আসেনি।
পয়েন্ট হারানোর ম্যাচে আরেকটি ধাক্কাও খেয়েছে রিয়াল। শেষ বাঁশি বাজার আগে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছেন ফেরলঁদ মঁদি। পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা